Ram Setu: যেখান থেকে রাম সেতু নির্মাণ হয়েছিল, সেই স্থান পরিদর্শনে যাবেন মোদী

PM Narendra Modi: রামায়ণ অনুসারে, লঙ্কাকাণ্ডের সময় আরিচল মুনাই পয়েন্ট থেকেই রাম সেতু নির্মিত হয়েছিল। রাম মন্দির উদ্বোধনের আগে সেই স্থানই পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ আরিচল মুনাই পয়েন্টে যাবেন তিনি। সেখান থেকে কোথানদারামাসওয়ামি স্বামী মন্দিরে যাবেন।

Ram Setu: যেখান থেকে রাম সেতু নির্মাণ হয়েছিল, সেই স্থান পরিদর্শনে যাবেন মোদী
আরিচল মুনাই পয়েন্টে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Follow Us:
| Updated on: Jan 20, 2024 | 10:33 PM

তিরুচিরাপল্লি: রাম মন্দির উদ্বোধনে আগে শনিবার দু-দিনের তামিলনাড়ু সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথিত আছে, দক্ষিণী এই রাজ্যের সঙ্গে রামায়ণের বিশেষ যোগসূত্র রয়েছে। তাই এদিন সকালে তিরুচিরাপল্লির রঙ্গনাথস্বামী মন্দির, রামেশ্বরম মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর রবিবার আরিচল মুনাই পয়েন্ট ও শ্রী কোথানদারামাসওয়ামি স্বামী মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পৌরাণিক দিক থেকে এই দুই স্থানও বিশেষ তাৎপর্যপূর্ণ।

রামায়ণ অনুসারে, লঙ্কাকাণ্ডের সময় আরিচল মুনাই পয়েন্ট থেকেই রাম সেতু নির্মিত হয়েছিল। রাম মন্দির উদ্বোধনের আগে সেই স্থানই পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ আরিচল মুনাই পয়েন্টে যাবেন তিনি। সেখান থেকে কোথানদারামাসওয়ামি স্বামী মন্দিরে যাবেন।

কোথানদারামাসওয়ামি নামের অর্থ হল, তির-ধনুকের সঙ্গে শ্রী রামচন্দ্র। ধানুসকোদিতে অবস্থিত এখানেই রামচন্দ্রের সঙ্গে প্রথমবার বিভীষণের সাক্ষাৎ করেছিলেন এবং বিভীষণ তাঁকে উদ্বাস্তু বলেছিলেন বলে কথিত আছে। অনেক কিংবদন্তি বলেন, এটাই সেই স্থান, যেখানে শ্রীরাম বিভীষণের রাজ্যাভিষেক করিয়েছিলেন। স্বাভাবিকভাবেই পৌরাণিক দিক থেকে এই স্থানের বিশেষ তাৎপর্য রয়েছে। তাই আরিচল মুনাই পয়েন্ট পরিদর্শনের পর বেলা সওয়া ১০টা নাগাদ এই বিশেষ স্থানে যাবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি কোথানদারামাসওয়ামি স্বামী মন্দিরে পুজোও দেবেন।

প্রসঙ্গত, এদিন তিরুচিরাপল্লিতে রোড শো করে তিরুচিরাপল্লির রঙ্গনাথস্বামী মন্দিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়ধ্বনি দিয়ে, পুষ্পবৃষ্টির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিরুচিরাপল্লির আমজনতা। তারপর শ্রী রঙ্গনাথস্বামী মন্দির পরিদর্শন করে পুজো দেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে হাতিকে খাবার খাইয়ে তাঁর আশীর্বাদও নেন এবং রামায়ণ পাঠো শোনেন তিনি। তারপর রামেশ্বরম মন্দির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদী।