Jammu and Kashmir: বছর শেষে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল পুলিশের, উধমপুরে উদ্ধার আইইডি

Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরে উদ্ধার হল আইইডি। বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল করল পুলিশ।

Jammu and Kashmir: বছর শেষে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল পুলিশের, উধমপুরে উদ্ধার আইইডি
ছবি সৌজন্য়ে: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 8:57 PM

শ্রীনগর: নতুন বছরে সন্ত্রাসবাদী হামলা চালানোর ছক! সোমবার উপত্যকায় বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল করল জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police)। বড়সড় হামলা থেকে বাঁচলেন উপত্যকার মানুষ। আধিকারিক সূত্রে জানা গিয়েছে, আজ জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) উদ্ধার করেছে পুলিশ।

প্রায় ১৫ কিলোগ্রাম এই আইইডি-র মতো একটি বস্তু, ৩০০ থেকে ৪০০ গ্রামর আরডিএক্স (RDX) উদ্ধার করেছে পুলিশ। একটি সিলিন্ডারের মতো বস্তুর মধ্যে সেই আইইডি রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও বসন্তগড় থেকে ৭.৬২ মিমি কার্তুজ ও পাঁচটি ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ। জম্মু জ়োনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ মুকেশ সিং এই ঘটনার কথা নিশ্চিত করেছেন।

আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এর পাশাপাশি পুলিশ একটি ফাঁকা পৃষ্ঠাও পেয়েছে। সেখানে সাংকেতিক ভাষায় কিছু লেখা ছিল। দেশে নিষিদ্ধ কিছু সন্ত্রাসবাদী সংগঠনের নাম লেখা ছিল বলেও জানা গিয়েছে। এই ধরনের বিস্ফোরক পদার্থ উদ্ধারের পর তল্লাশি চালায় পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকের অভিযোগে এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ। উধমপুর জেলার বসন্তগড় পুলিশ স্টেশনে একটি মামলাও দায়ের করা হয়েছে। এখনও এই বিস্ফোরক পদার্থ উদ্ধার ঘিরে তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছেন, রামনগরের এসডিপিও ভীষম দুবে। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকমাস ধরেই সন্ত্রাসবাদীদের উপদ্রব জারি ছিল। গত কয়েক মাসে সন্ত্রাসবাদীদের গুলির বলি হয়েছেন একাধিক কাশ্মীরি হিন্দু পন্ডিতরা। এই নিয়ে বেশ সরগরম পরিস্থিতিরও সৃষ্টি হয়ে জম্মু ও কাশ্মীরে। আর সম্প্রতি সেই কাশ্মীরি পন্ডিত খুনে যুক্ত সন্ত্রাসবাদীদের নিধনে বড়সড় সাফল্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ যায় সেই সন্ত্রাসবাদীদের। এবার নববর্ষের আগে সন্ত্রাসবাদীদের কোনও হামলার ছক আগে থেকেই ভেস্তে দিল জম্মু ও কাশ্মীরের পুলিশ।