Diwali in Ayodhya: দীপাবলির আলোয় উদ্ভাসিত অযোধ্যা, সরযূর তীরে জ্বলল ২৪ লক্ষ প্রদীপ
দীপাবলির উৎসব শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়। উত্তর প্রদেশের পর্যটনমন্ত্রী জয়বীর সিং ট্যাবলো শোভাযাত্রার উদ্বোধন করেছেন। সকেত ডিগ্রি কলেজ থেকে শুরু করে রাম কথা পার্কে এসে শেষ হয়েছে সেই শোভাযাত্রা। শোভাযাত্রার ১১টি ট্যাবলোতে রামায়ণের বিভিন্ন গল্প বর্ণিত হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন বাজনা এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন হয়েছে অযোধ্যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৃত্যশিল্পীরা এসেছেন সেখানে।
অযোধ্যা: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ যেমন চলছে জোর কদমে। তেমনই তোড়জোড় দীপাবলির প্রস্তুতি নিয়েও। সরযূ নদীর তীরের এই শহর এ বছর দীপাবলিতে গড়তে চলেছে নতুন রেকর্ড। অযোধ্যার ৫১টি ঘাটে ২৪ লক্ষ প্রদীপ জ্বালানো হবে দীপাবলির সন্ধ্যায়। এবং একই সঙ্গে জ্বালানো হবে সেই প্রদীপ। এ নিয়েই তৈরি হবে এক সঙ্গে সবথেকে বেশি প্রদীপ জ্বালানোর রেকর্ড।
দীপাবলির উৎসব শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়। উত্তর প্রদেশের পর্যটনমন্ত্রী জয়বীর সিং ট্যাবলো শোভাযাত্রার উদ্বোধন করেছেন। সকেত ডিগ্রি কলেজ থেকে শুরু করে রাম কথা পার্কে এসে শেষ হয়েছে সেই শোভাযাত্রা। শোভাযাত্রার ১১টি ট্যাবলোতে রামায়ণের বিভিন্ন গল্প বর্ণিত হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন বাজনা এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন হয়েছে অযোধ্যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৃত্যশিল্পীরা এসেছেন সেখানে। আজমগড় থেকে এসেছে ধোবিয়া নাচ, হিমাচল প্রদেশ থেকে এসেছে কুল্লু নাতি. পঞ্জাব থেকে এসেছে গাটকা এবং ভাঙরা, গুজরাট থেকে এসেছে গরবা, নাগপুর থেকে এসেছে ঢোল-তাসা।
দীপাবলিতে সরযূ নদীর তীরে বিভিন্ন ঘাটে এই প্রদীপ জ্বালানোর আয়োজন করা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই দীপোৎসবের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠান উপলক্ষ্যে উত্তর প্রদেশের মন্ত্রিসভার প্রায় সব সদস্য উপস্থিত অযোধ্যায়।
সরযূ নদীতে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আরতি করেছেন যোগী আদিত্যনাথ। এর পর সাড়ে ৭ টায় জ্বালানো হয়েছে লক্ষাধিক প্রদীপ। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ ড্রোন ক্যামেরার মাধ্যমে প্রদীপ জ্বালানোর বিষয়টি পর্যবেক্ষণ করবেন। ২৫ হাজার স্বেচ্ছাসেবক প্রদীপ জ্বালানোর কাজে অংশ নেবেন। পুরো অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন যোগী। এমনকি দীপাবলির রাত অযোধ্যাতেই তিনি কাটাবেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে দীপাবলির আলোয় উদ্ভাসিত অযোধ্যা নিশ্চিতভাবে নজর কাড়বে গোটা দেশ-সহ বিশ্ববাসীর।