Ayodhya Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাষ্ট্রপতি মুর্মু, উঠল মহাত্মা গান্ধীর প্রসঙ্গও
PM Modi-President Draupadi Murmu: রাষ্ট্রপতি মুর্মু লেখেন, "আপনি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছেন, আমি আপনাকে অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অযোধ্যায় রাম মন্দিরের মাধ্যমে সাধারণ মানুষ শ্রীরামের মূল্যবোধ, তাঁর সাহস, লক্ষ্য ও সহানুভূতির প্রতি আরও সচেতন ও কাছ থেকে দেখতে পাবে।"
নয়া দিল্লি: অপেক্ষার মুহূর্ত শেষ। আজ, ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। আজই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। গোটা দেশেই উন্মাদনা রাম মন্দিরের উদ্বোধন ঘিরে। রাম মন্দিরের উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে চিঠি লিখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে নরেন্দ্র ভাই মোদীজি বলে উল্লেখ করেন এবং ১১ দিনের আচার অনুষ্ঠান পালন করার জন্য প্রশংসা করেন।
রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী মোদীকে চিঠিতে বলেন, “১১ দিনের অনুষ্ঠান কেবল পবিত্র রীতিই নয়, একইসঙ্গে শ্রীরামের প্রতি আত্মত্যাগ ও আধ্যাত্মিক আত্মসমর্পণের সর্বোচ্চ প্রমাণ।”
President Droupadi Murmu writes to Prime Minister Narendra Modi on the eve of pranpratishtha ceremony at Ayodhya Ram Temple. pic.twitter.com/GQkWgNSHwA
— ANI (@ANI) January 21, 2024
চিঠিতে রাষ্ট্রপতি মুর্মু আরও লেখেন, “আপনি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছেন, আমি আপনাকে অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অযোধ্যায় রাম মন্দিরের মাধ্যমে সাধারণ মানুষ শ্রীরামের মূল্যবোধ, তাঁর সাহস, লক্ষ্য ও সহানুভূতির প্রতি আরও সচেতন ও কাছ থেকে দেখতে পাবে। শ্রীরামের জীবন ও তার নীতি আমাদের দেশের নির্মাতাদের বিভিন্নভাবে প্রভাবিত করেছে। মহাত্মা গান্ধী তাঁর শেষ নিশ্বাস অবধি রাম নাম নিয়েছিলেন।”
প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে তিনি আরও লিখেছেন, “প্রভু শ্রীরাম বলেছিলেন সামাজিক অবস্থান নিয়ে ভেদাভেদ না করে সকলকে ভালবাসা ও মর্যাদা দিয়ে গ্রহণ করা। চেতনাতেও তা কার্যকরী। উনি ন্যায়বিচার ও মানুষের কল্যাণের লক্ষ্যে কাজ করতেন, আমাদের দেশের সুশাসনেও এর প্রভাব দেখা যায়। সম্প্রতিই আপনি (প্রধানমন্ত্রী মোদী) পিএম-জনমন স্কিমের অধীনে আদিবাসীদের জন্য একাধিক উন্নয়ন ও কল্যাণমূলক প্রকল্পের প্রথম কিস্তি উদ্বোধন করেছেন, এটিও শ্রী রামের বার্তার প্রতিচিত্র। আপনার বার্তায় মাতা সবরীর উল্লেখও ছিল। প্রার্থনা করি শ্রী রাম যেন সকলকে সঠিক পথ প্রদর্শন করেন এবং সকলকে শান্তি এনে দেন। সিয়াভার রামাচন্দ্র কি জয়।”