Data Protection Bill: সম্মতি রাষ্ট্রপতির, ডিজিটাল তথ্য সুরক্ষা বিল সই দ্রৌপদী মুর্মুর

Data Protection Bill: ২০২২ সালের নভেম্বরে এই বিলের খসড়া তৈরি হয়। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথমবার সংসদে এই ডেটা প্রোটেকশন বিল আনে কেন্দ্রীয় সরকার।

Data Protection Bill: সম্মতি রাষ্ট্রপতির, ডিজিটাল তথ্য সুরক্ষা বিল সই দ্রৌপদী মুর্মুর
দ্রৌপদী মুর্মু (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 6:01 PM

নয়া দিল্লি: সম্মতি মিলল রাষ্ট্রপতির। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিলে (Digital Information Protection Bill) সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনে পরিণত হওয়ার জন্য প্রয়োজন ছিল রাষ্ট্রপতির চূড়ান্ত সম্মতির। অবশেষে তা মিলল। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই লোকসভায় পেশ হয়েছিল এই বিল। বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাষ্ট্রপতির সম্মতি যে মিলেছে, এদিন সে কথা জানিয়েছেন তিনিই। সরকারের দাবি, ডিজিটাল দুনিয়ায় ব্যক্তিগত সুরক্ষার ক্ষেত্রে আম-আদমির বড় হাতিয়ার হবে এই আইন। ডিজিটাল তথ্যের অপব্যবহার করলে, শর্তের মধ্যে থেকেও তথ্য গোপন রাখতে না পারলে, ডেটা পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাগুলিকে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারে সরকার। 

২০২২ সালের নভেম্বরে এই বিলের খসড়া তৈরি হয়। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথমবার সংসদে এই ডেটা প্রোটেকশন বিল আনে কেন্দ্রীয় সরকার। তারপর তা যায় সংসদের যুগ্ম কমিটির কাছে। এরপরই দীর্ঘ আলোচনার পর তা চলে যায় স্পিকারের কাছে। তবে বিল নিয়ে বিতর্ক কম হয়নি। বিলের বিপক্ষে সওয়াল করতে দেখা গিয়েছিল অনেক বিরোধী দলকেই। বিরোধী শিবিরের সাফ ছিল, নাগরিকদের গোপনীয়তার মৌলিক অধিকারকে ক্ষুন্ন করছে এই বিল। উল্টে হাত শক্ত হচ্ছে সরকারের। বিলের জটিল গোলক ধাঁধায় ঘুরিয়ে ভুল বোঝানো হচ্ছে আম-আদমিকে। 

অন্যদিকে বিলে স্পষ্ট বলা রয়েছে, এই আইন বলে কোনও পদক্ষেপ করা হলে কেন্দ্রীয় সরকার, তথ্য সুরক্ষা বোর্ড, বোর্ডের চেয়ারপার্সন, কোনও কর্মী, অফিসারের বিরুদ্ধে কোনও মামলা করা যাবে না। এই আইন ভারতীয়দের ব্যক্তিগত তথ্য রক্ষা, নাগরিক অধিকার রক্ষায় বড় ভূমিকা নেবে বলে মনে করছেন ইলেকট্রনিক্স এবং আইটি বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।