Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi to Sunita Williams: ‘ফিরে এলে ভারতে দেখতে চাই’, সুনীতাকে খোলা চিঠি মোদীর

Narendra Modi to Sunita Williams: এখন গোটা বিশ্ব তাকিয়ে সুনীতাদের ঘরে ফেরার দিকে। তার আগে ভারতীয় বংশোদ্ভূত হিসাবে মহাকাশ গবেষণার দীর্ঘ কেরিয়ারে তাঁর অর্জনের জন্য স্বীকৃতি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi to Sunita Williams: 'ফিরে এলে ভারতে দেখতে চাই', সুনীতাকে খোলা চিঠি মোদীর
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 18, 2025 | 4:47 PM

পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। মহাকাশ গবেষণায় মাইলফলক হয়ে উঠেছেন তিনি। এখন গোটা বিশ্ব তাকিয়ে সুনীতাদের ঘরে ফেরার দিকে। তার আগে ভারতীয় বংশোদ্ভূত হিসাবে মহাকাশ গবেষণার দীর্ঘ কেরিয়ারে তাঁর অর্জনের জন্য স্বীকৃতি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সুনীতা উইলিয়ামসের উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন প্রধানমন্ত্রী। যা নিজের এক্স মাধ্যমে শেয়ার করেছেন জিতেন্দ্র সিং। মোদী বলেন, “আমি ভারতবাসীর পক্ষে থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। মহাকাশচারী মাইক মাসিমিনোর সঙ্গে আমার দেখা হয় যখন, তখনও আপনার বিষয়ে কথা হচ্ছিল। আপনি এবং আপনার কাজ নিয়ে আমরা গর্বিত। তারপরেই আপনাকে এই খোলা চিঠি লিখতে বসা।”

এখানেই শেষ নয়, মোদী আরও লেখেন, “আমার আমেরিকা সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট বাইডেনের কাছ থেকেও আমি আপনার স্বাস্থ্যের খবর নিয়েছি। ১৪০ কোটি ভারতীয় আপনাকে নিয়ে গর্ব অনুভব করে। হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের মনের ভিতর রয়েছেন আপনি। ভারতবাসী সর্বদা আপনার সুস্থতা এবং সাফল্য কামনা করে। বনি পান্ডিয়া (সুনীতা উইলিয়ামসের মা) আপনার অপেক্ষায় রয়েছেন। স্বর্গীয় দীপকভাই (সুনীতা উইলিয়ামসের ভাই) আশির্বাদ করছেন। ২০১৬ সালে আপনার সঙ্গে আমার সাক্ষাতের সেই কথাও মনে পড়ে।”

মহাকাশ থেকে ফিরে এলে সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদী। তিনি লেখেন, “আপনি ফিরে এলে আপনাকে আমরা ভারতে দেখতে চাই। এটা ভারতে কাছেও আনন্দের বিষয়। মাইকেল উইলিয়ামসকে আমার ভালবাসা জানাই। আপনাকে এবং বেরি উইলমোরে নিরাপদে ফিরে আসুন, এই কামনা রইল।”