Tamil Nadu Mahamaham: বছর বছর ধরে দক্ষিণ ভারতেও হচ্ছে কুম্ভমেলা, তবে অন্য নামে
Tamil Nadu Mahamaham: শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। সাধারণ ভাবে কুম্ভমেলার শতবর্ষ ধরে কুম্ভমেলার উপর একটা স্বত্বা চাপিয়ে রেখেছে উত্তর ভারত। বলা হয়, ওই অমৃতের ছিটে যে সব জায়গায় পড়ে ছিল সেই সবগুলোই উত্তর ভারতের অংশ। সেই কারণেই এই নির্দিষ্ট কিছু এলাকায় কুম্ভমেলা পালন হয়ে আসছে।

চেন্নাই: দিন কতক আগেই শেষ হয়েছে মহাকুম্ভ। সেই সময়কালেই শুধুই উত্তরপ্রদেশ নয়, দেশের আরও এক রাজ্যে কুম্ভমেলা অনুষ্ঠিত হতে দেখা যায়। পরবর্তী কুম্ভমেলা আয়োজিত হতে চলেছে ২০২৭ সালে। ওই বছর নাসিকে হবে পুণ্যৎসব পালন। তবে জানেন কি, নাসিকের কুম্ভমেলার ঠিক এক বছর পর আরও একটি কুম্ভমেলা আয়োজন হবে তামিলনাড়ুতে।
শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। সাধারণ ভাবে কুম্ভমেলার শতবর্ষ ধরে কুম্ভমেলার উপর একটা স্বত্বা চাপিয়ে রেখেছে উত্তর ভারত। বলা হয়, ওই অমৃতের ছিটে যে সব জায়গায় পড়ে ছিল সেই সবগুলোই উত্তর ভারতের অংশ। সেই কারণেই এই নির্দিষ্ট কিছু এলাকায় কুম্ভমেলা পালন হয়ে আসছে। এই পরিস্থিতিতে হাজার বছর পুরনো কুম্ভমেলা থেকে নিজেকে বঞ্চিত রাখবে দক্ষিণ ভারত? একদমই নয়।
জানা গিয়েছে, সেখানে প্রতি বছর অন্তর পালন হয় কুম্ভমেলা। নাম ‘মহামহম’। শেষবার পালন হয়েছিল ২০১৬ সালে। ওই বছর প্রায় ২ কোটি ২০ লক্ষ পুণ্যার্থী যোগ দিয়েছিল এই উৎসবে। এরপর ২০২৮ সালে ফের পালিত হতে চলেছে ‘মহামহম’। আর তার আগেই তোড়জোড় শুরু করে দিয়েছে অখিল ভারতীয় সন্ন্যাসী সংগম।
वर्ष 2028 में, तमिलनाडु के कुंभकोणम शहर में हर 12 साल में होने वाला “महामहम” (कुम्भ मेला) लगता है। जिसमें देशभर से करोड़ श्रद्धालु पवित्र “अमृत स्नान” करेंगे। इसके उपलक्ष्य में “अखिल भारत संन्यासी संघम” द्वारा आयोजित ‘मसी महापेरुविला – 2025’ में विश्व हिन्दू परिषद के अखिल भारतीय… pic.twitter.com/cn0vMo8QQi
— VSK BHARAT (@editorvskbharat) March 18, 2025
আসন্ন মহামহমকে কেন্দ্র করেই মঙ্গলবার আয়োজন হয়েছিল একটি সভার। যেখানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সভাপতি মিলিন্দ পারান্ডে, সন্ন্যাসী রামানন্দ মহারাজ-সহ আরও বেশ কয়েকজন সন্ন্যাসী। মূলত, মহামহমের নতুন প্রতীক চিহ্নের উদ্বোধনেই আয়োজন হয়েছিল এই সভা। এছাড়াও, এখান থেকেই তৈরি হল আসন্ন মহামহমের রূপরেখাও।





