ছেলের জন্য গর্বিত মা প্রিয়াঙ্কা গান্ধী
দিল্লির বাকিনার হাউসে চলছে রায়ান রাজীব বঢড়ার ফোটোগ্রাফি এক্সিবিশন (Photography Exhibition)। চলবে আগামী ১৭ তারিখ পর্যন্ত। তার ছবি ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে অনেকের।
নয়া দিল্লি: ছেলের ফোটোগ্রাফি এক্সিবিশন দেখে মুগ্ধ মা প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ২০ বছর বয়সী ছেলে রায়ান রাজীব বঢড়া। রায়ানের প্রথম ফোটোগ্রাফি এক্সিবিশন। তা দেখতে উপস্থিত ছিলেন মা প্রিয়াঙ্কা। ছেলের তোলা ছবি তার ভাল লেগেছে। এই নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন সামাজিক মাধ্যমে।
ছেলের ছবিও শেয়ার করেছেন তিনি। লিখেছেন ছেলের জন্য গর্ব হচ্ছে তাঁর। ছোটবেলা থেকেই রায়ান রাজীব বঢড়ার ছবি তোলায় আগ্রহ। পরিবারের পক্ষ থেকে এর জন্য উৎসাহিত করা হয়েছে তাকে। ছোটবেলায় মায়ের সঙ্গে জঙ্গলে বেড়াতে গিয়ে ছবি তুলেছিলেন। তখন থেকেই ছবি তুলতে ভাল লাগে।
দিল্লির বাকিনার হাউসে চলছে রায়ান রাজীব বঢড়ার ফোটোগ্রাফি এক্সিবিশন। চলবে আগামী ১৭ তারিখ পর্যন্ত। তার ছবি ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে অনেকের। মামা রাহুল গান্ধীও ভালবাসেন রায়ানের ছবি। ফটোগ্রাফির জন্য সোশ্যাল মিডিয়ায় এখন জনপ্রিয় হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা-পুত্র রায়ান রাজীব বঢড়া।
আগামী দিনে ফটোগ্রাফার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে। এর জন্য সব সময় সে মায়ের সাপোর্ট পাবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। রণথম্ভরের জঙ্গলের বাঘের ছবি তুলতে সবচেয়ে বেশি ভালবাসে তার ছেলে। আরও পড়ুন: উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে, যোগীকে চিঠি প্রাক্তন আমলাদের