প্রকল্প উদ্ভব: আধুনিক যুদ্ধের জন্য তৈরি হতে প্রাচীন ভারতীয় সাহিত্যে নজর সেনার

Project Udbhav: এই প্রকল্পের অধীনে ইতিমধ্য়েই, ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশনের সহযোগিতায়, আর্মি ট্রেনিং কমান্ড, 'ভারতীয় সামরিক ব্যবস্থার বিবর্তন, যুদ্ধ এবং কৌশলগত চিন্তা - বর্তমান গবেষণা এবং এগিয়ে চলার পথ' নামে একটি সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে কৌটিল্য, কামন্দকের মতো ব্যক্তিত্বের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

প্রকল্প উদ্ভব: আধুনিক যুদ্ধের জন্য তৈরি হতে প্রাচীন ভারতীয় সাহিত্যে নজর সেনার
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 8:02 AM

নয়া দিল্লি: ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলায় অতীতে নজর। হ্যাঁ, এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। ভবিষ্যতের জন্য তৈরি হতে, রাষ্ট্রনীতি, সামরিক কৌশল, কূটনীতি এবং যুদ্ধের ক্ষেত্রে প্রাচীন ভারতের সমৃদ্ধ জ্ঞানের ভাণ্ডারকে কাজে লাগাতে চলেছে ভারতীয় সেনা। এই প্রচেষ্টার নাম দেওয়া হয়েছে ‘প্রোজেক্ট উদ্ভব’। প্রাচীন ভারতীয় গ্রন্থগুলি থেকে ভারতের রাষ্ট্রীয় নীতি এবং সামরিক কৌশলগত ধারণাকে পুনরুদ্ধার করা হবে। এই প্রকল্পের অধীনে ইতিমধ্য়েই, ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশনের সহযোগিতায়, আর্মি ট্রেনিং কমান্ড, ‘ভারতীয় সামরিক ব্যবস্থার বিবর্তন, যুদ্ধ এবং কৌশলগত চিন্তা – বর্তমান গবেষণা এবং এগিয়ে চলার পথ’ নামে একটি সেমিনারের আয়োজন করেছে।

সেমিনারে কৌটিল্য, কামন্দকের মতো ব্যক্তিত্বের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর প্রাচীন গ্রন্থগুলি অধ্যয়ন করা হয়েছে। এর জন্য দেশের বিভিন্ন অংশ থেকে পণ্ডিত, কর্মরত সেনা অফিসার এবং বিশিষ্ট ব্যক্তিরা জড়ো হয়েছিলেন। ২০২১-এই এই প্রকল্পের সূচনা হয়েছিল। ইতিমধ্যেই প্রাচীন ভারতীয় গ্রন্থগুলির মধ্য থেকে ৭৫টি বইয়ের একটি তালিকা তৈরি করা হয়েছে। এই বইগুলিতে ভারতের সামরিক কৌশলের ঐতিহ্যের বিষয়ে মূল্যবান জ্ঞান রয়েছে।

উদ্ভব প্রকল্পকে আরও আগে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় সেনা। ২১ এবং ২২ অক্টোবর ভারতীয় সামরিক ঐতিহ্য উৎসবের আয়োজন করা হচ্ছে। সেনাবাহিনীর প্রধান লক্ষ্য, আধুনিক পরিস্থিতিতে প্রাচীন জ্ঞান প্রয়োগ করার জন্য সেনার অফিসারদের তৈরি করা। প্রকল্পটি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। বহু মানুষ এই প্রকল্পকে সমর্থনও করছেন। সশস্ত্র বাহিনীকে ঔপনিবেশিক যুগ থেকে বের করে আনার বিষয়ে মোদী সরকারের নির্দেশের সঙ্গে এই পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে, সেনার একাংশ থেকে আধুনিক এবং ভবিষ্যতের যুদ্ধের প্রেক্ষিতে ভারতীয় কৌশলগত ধারণাগুলি কতটা প্রযোজ্য, সেই বিষয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন।