Puducherry Assembly Election 2021: অনিশ্চয়তায় বাগুর, ১২ প্রার্থীর তালিকা প্রকাশ করল ডিএমকে

আজ ডিএমকে(DMK)-র তরফে ১২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কেবল বাগুর বিধানসভা অঞ্চলে প্রার্থী ঘিরে সংশয় তৈরি হওয়ায় ওই আসনের প্রার্থী  নাম পরে ঘোষণা করা হবে।

Puducherry Assembly Election 2021:  অনিশ্চয়তায় বাগুর,  ১২ প্রার্থীর তালিকা প্রকাশ করল ডিএমকে
ফাইল চিত্র। ছবি:PTI
Follow Us:
| Updated on: Mar 13, 2021 | 7:00 PM

পুদুচেরি: একাধিক বিধায়কের পদত্যাগে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েছিল কংগ্রেস (Congress)। এরপরই রাষ্ট্রপতির শাসন জারি হয় পুদুচেরি(Puducherry)-তে। তবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিও রয়েছে। নির্বাচনের আগেই তাই প্রার্থী তালিকা ঘোষণা করল ডিএমকে(DMK)। মোট ৩০টি আসনে নির্বাচন হলেও ১৩টি আসনে লড়ার কথা ডিএমকে-র। এরমধ্যে ১২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কেবল বাগুর বিধানসভা অঞ্চলে প্রার্থী ঘিরে সংশয় তৈরি হওয়ায় ওই আসনের প্রার্থী  নাম পরে ঘোষণা করা হবে।

প্রকাশিত তালিকায় উল্লেখ্য প্রার্থীরা হলেন এসপি শিবকুমার, একে কুমার, এ মুগিলান প্রমুখ। রাজভবন বিধানসভা আসন থেকে লড়বেন এসপি শিবকুমার, কাল্লাপাট্টু থেকে লড়বেন এস মুখুভেল, করাইকানাল দক্ষিণ থেকে দাঁড়াবেন এএমএইচ নাজিম। নিরাভি তিরুপাত্তিনাম থেকে লড়াই করবেন এম নাগাথিগারাজান।

আরও পড়ুন: রক্তদানের জন্য চালু নতুন নিয়ম, ব্লাড ব্যাঙ্কে বাড়তে পারে সংকট

আগামী ৬ এপ্রিল ৩০টি বিধানসভা আসনে নির্বাচন হতে চলেছে। কেন্দ্র শাসিত অঞ্চলে প্রায় ১০ লাখ ২ হাজার ৫৮৯ জন ভোটার রয়েছেন। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস-ডিএমকে-র জোট জয়লাব করে। তবে জানুয়ারি মাসের শেষ ভাগ থেকে একাধিক বিধায়ক পদত্যাগ করায় সংখ্যাগরিষ্ঠতা হারায় কংগ্রেসের জোট সরকার। আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হয়ে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী।

২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভার পদত্যাগ পত্র গ্রহণ করেন. এরপরই জারি হয় রাষ্ট্রপতি শাসন।

আরও পড়ুন: টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন বিধায়ক, আবার ফিরলেন পুরনো শিবিরে