প্রধানমন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পঞ্জাবের বিজেপি নেতারা, বাড়ছে জল্পনা

দুদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর বাসভবনে গিয়ে দেখা করেছিলেন হরজিৎ সিং গ্রেওয়াল ও সুরজিত কুমার জিয়ানি। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢোকার আগে কোনও কিছু না বললেও বৈঠক শেষে গ্রেওয়াল বলেন, "প্রধানমন্ত্রী মোদী অনেক কিছু জানেন। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু বলব না, তবে শীঘ্রই সমস্যার সমাধান হবে এবং ভাল কিছু ঘটবে।"

প্রধানমন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পঞ্জাবের বিজেপি নেতারা, বাড়ছে জল্পনা
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 07, 2021 | 7:48 PM

নয়া দিল্লি: অষ্টম দফা কেন্দ্র-কৃষক বৈঠকের আগেই অমিত শাহ (Amit Shah)-র দোরগোড়ায় হাজির হলেন পঞ্জাবের বিজেপি নেতারা। বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন সুরজিত কুমার জিয়ানি (Surjit Kumar Jyani), হরজিৎ সিং গ্রেওয়াল (Harjit Singh Grewal) ও বিজয় সাম্পলা (Vijay Sampla)। দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র সঙ্গেও দেখা করেছিলেন তাঁরা।

আগে সাতদফা বৈঠকেও কৃষি আইন নিয়ে সুরাহা না হওয়ায় আগামীকাল ফের কৃষকদের সঙ্গে বৈঠক বসতে চলেছে কেন্দ্রের প্রতিনিধিরা। এর আগেই আজ বিকেলে পঞ্জাবের তিন বিজেপি (BJP) নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য হাজির হন। মূলত কৃষি আইন নিয়ে কৃষকদের মন গলানোর প্রচেষ্টা নিয়েই আলোচনা করা হবে, এমনটাই সূত্রের খবর।

দুদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর বাসভবনে গিয়ে দেখা করেছিলেন হরজিৎ সিং গ্রেওয়াল ও সুরজিত কুমার জিয়ানি। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢোকার আগে কোনও কিছু না বললেও বৈঠক শেষে গ্রেওয়াল বলেন, “প্রধানমন্ত্রী মোদী অনেক কিছু জানেন। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু বলব না, তবে শীঘ্রই সমস্যার সমাধান হবে এবং ভাল কিছু ঘটবে।”

আরও পড়ুন: ‘জোর করে ধর্মান্তকরণের কোনও প্রমাণ নেই’, আদালতে স্বীকারোক্তি যোগী সরকারের

আন্দোলনকারীদের অধিকাংশ কৃষকই পঞ্জাবের বাসিন্দা। কৃষি আইনের বিরোধীতা করে কৃষক আন্দোলনের সূচনাও সেখান থেকেই হয়েছিল। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amrinder singh)-ও আইনের বিরোধীতা করে কৃষকদের প্রতিই সমর্থন জানিয়েছেন। গতকালও তিনি প্রধানমন্ত্রীকে কৃষকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান ও নতুন আইন আনার অনুরোধ জানান।

দুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং ভাল কিছু ঘটার ইঙ্গিত ঘিরে আগেই জল্পনা শুরু হয়েছিল। আজ ফের পঞ্জাবের বিজেপি নেতাদের অমিত শাহের সঙ্গে বৈঠক সেই জল্পনাকেই আরও বাড়িয়ে দিল।

আরও পড়ুন: ‘দেশবাসীর মধ্যে আত্মবিশ্বাস এনেছে ভ্যাকসিন আবিষ্কার’,পশ্চিম ফ্রেট করিডরের উদ্বোধন প্রধানমন্ত্রীর