Rahul Gandhi on Mamata: মমতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কেমন? রাহুল মুখ খুলতেই ফাঁপরে পড়লেন অধীর

Rahul Gandhi on Mamata: সম্প্রতি কালীঘাটের একটি দলীয় বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম শুনে মমতা বলেছিলেন, ওই সব নিয়ে ভাবার দরকার নেই। তাঁর মতে, অধীর কোনও ফ্যাক্টরই নন। বহরমপুরে অধীর বিজেপির সমর্থনে জেতেন, এমন দাবিও করেছেন মমতা। পাল্টা অধীরও দাবি করেছেন, তিনি একা লড়াই করতে প্রস্তুত।

Rahul Gandhi on Mamata: মমতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কেমন? রাহুল মুখ খুলতেই ফাঁপরে পড়লেন অধীর
জোট প্রসঙ্গে মুখ খুললেন রাহুল Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 23, 2024 | 4:57 PM

নয়া দিল্লি: কখনও মমতা বলছেন, ‘অধীর কোনও ফ্যাক্টর নন।’ কখনও অধীর বলছেন, ‘কাউকে পরোয়া করি না।’ লোকসভা নির্বাচন এগিয়ে এলেও জোটের অঙ্ক যেন আরও জটিল হয়ে উঠছে। আসন ভাগাভাগি নিয়ে যখন রাজনৈতিক মহলে চর্চা চলছে, তখন একা লড়ার কথা শোনা যাচ্ছে ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বাংলায় কংগ্রেস-তৃণমূলের চাপান-উতোরের মাঝে তৃণমূলের সঙ্গে সমীকরণ নিয়ে মুখ খুললেন সাংসদ রাহুল গান্ধী। মমতার সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা বুঝিয়ে দিলেন ‘ভারত জড়ো ন্যয় যাত্রা’র মাঝেই। তবে জোট কোন পথে এগোচ্ছে? কার ভাগে কটা আসন পড়বে? তা নিয়ে মুখ খুলতে চাননি রাহুল।

সম্প্রতি কালীঘাটের একটি দলীয় বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম শুনে মমতা বলেছিলেন, ওই সব নিয়ে ভাবার দরকার নেই। তাঁর মতে, অধীর কোনও ফ্যাক্টরই নন। বহরমপুরে অধীর বিজেপির সমর্থনে জেতেন, এমন দাবিও করেছেন মমতা।

তৃণমূল সুুপ্রিমোকে জবাব দিতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বুঝিয়ে দিয়েছেন, একা লড়তে প্রস্তুত তিনি। তিনি দাবি করেছেন, আসন নিয়ে হাইকমান্ডের দিকেই তাকিয়ে রয়েছেন তিনি। তাঁর এ ব্যাপারে কিছু জানা নেই বলেই মন্তব্য করেছেন।

এরপরই বাংলার এই সমীকরণ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাহুল গান্ধীকে। রাহুল গান্ধী বলেন, “মমতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। দলের সম্পর্কও ভাল।” তিনি আরও বলেন, “কখনও ওদের নেতা কিছু বলছেন, কখনও আমাদের নেতা কিছু বলছেন, এমন হয়েই থাকে।” এতে জোটের ওপর কোনও প্রভাব পড়বে বলে মনে করছেন না তিনি। আর আসন ভাগাভাগি?  রাহুলের দাবি, এই বিষয়ে আলোচনা চলছে। শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।