Rahul Gandhi On ED : ‘নরেন্দ্র মোদীকে ভয় পাই না’, ইডি-র পদক্ষেপ নিয়ে তোপ রাহুলের

Rahul Gandhi On ED : এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, তাঁদের ভয় দেখানো হচ্ছে ইডির মাধ্যমে। কিন্তু তিনি বলেন, 'আমি নরেন্দ্র মোদীকে ভয় পাই না।'

Rahul Gandhi On ED : 'নরেন্দ্র মোদীকে ভয় পাই না', ইডি-র পদক্ষেপ নিয়ে তোপ রাহুলের
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2022 | 1:55 PM

নয়া দিল্লি : ইডি-র জিজ্ঞাসাবাদ নিয়ে ফের সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার তিনি পুনরায় অভিযোগ করেন বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে তাঁর ও অন্যান্য বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। এই দাবি করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপও দাগেন। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি নরেন্দ্র মোদীকে ভয় পান না।

বর্তমানে ন্যাশনাল হেরাল্ড নিয়ে আর্থিক দুর্নীতি মামলায় ইডি-র রাডারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী। এই আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পাঁচদিন ধরে প্রায় ৫০ ঘণ্টা জেরা করা হয়েছে রাহুল গান্ধীকে। এই মামলায় সনিয়া গান্ধীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ডের অফিসে তল্লাশি চালায় ইডি। তারপরই গতকাল দিল্লির হেরাল্ড হাউসে ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের কার্যালয় সিল করে দেয় ইডি। এরপর এই নিয়ে কংগ্রেসের স্ট্র্যাটেজি নিয়ে কংগ্রেস সাংসদদের বৈঠকের প্রস্তুতি নেওয়ার কথা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, ‘ন্য়াশনাল হেরাল্ডের পুরো বিষয়টিই ভয় দেখানোর জন্য। নরেন্দ্র মোদী ও অমিত শাহ মনে করেন অল্প চাপেই আমরা চুপ করে যাব। কিন্তু আমরা হব না। গণতন্ত্রের বিরুদ্ধে নরেন্দ্র মোদী ও অমিত শাহ যা খুশি করুক না কেন আমরা আমাদের অবস্থানে স্থির থাকব।’

এদিন এক সাংবাদিকের প্রশ্নে রাহুল গান্ধী বলেন, ‘আমাদের ভয় দেখানো যাবে না। আমরা নরেন্দ্র মোদীকে ভয় পাই না। যা খুশি করুক। আমাদের উপর কোনও প্রভাব পড়বে না। দেশে গণতন্ত্র বাঁচিয়ে রাখা ও সম্প্রীতি বজায় রাখার জন্য আমি আমার কাজ চালিয়ে যাব।’ রাহুল গান্ধী এটাই প্রথমবার নয়। এর আগেও কংগ্রেস সহ একাধিক বিরোধী দল কেন্দ্রের বিরুদ্ধে বারবার অভিযোগ করেছে যে, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের দমিয়ে দিতে চায় কেন্দ্রের বিজেপি সরকার।