Rahul Gandhi: ট্রেনের জেনারেল বগিতে সাধারণ যাত্রীদের সঙ্গে সওয়ার রাহুল গান্ধী, দেখুন ভিডিয়ো
Rahul Gandhi in train: ছত্তীসগঢ়ের বিলাসপুর থেকেই বিলাসপুর-ইটওয়ারি ইন্টারসিটি ট্রেনে সওয়ার হয়ে রাজধানী রায়পুর যান রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-সহ রাজ্য কংগ্রেসের ইন-চার্জ কুমারী সেলজা ও রাজ্য ইউনিট চিফ দীপক বৈজ। তাঁর সেই ট্রেন যাত্রার ভিডিয়ো ভাইরাল।
বিলাসপুর: ‘ভারত জোড়ো যাত্রা’ দিয়ে শুরু। তারপর একাধিকবার একাধিক জায়গায় জনগণের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। কখনও ভোরবেলা সবজি মান্ডিতে গিয়ে বিক্রেতাদের কাছে সবজির অত্যধিক মূল্যবৃদ্ধির কারণ জানতে চেয়েছেন, কখনও মোটর মেকানিকের দোকানে বসে যন্ত্রপাতি হাতে নিয়ে গাড়ি সারাতে বসেছেন। আবার মোটরবাইকে লাদাখ পাড়ি দিয়ে সেখানকার মার্কেটে গিয়ে জনগণের সুবিধা-অসুবিধার কথাও জানতে দেখা গিয়েছে রাজীব-তনয়কে। এবার একেবারে ট্রেনের (Train) জেনারেল বগিতে সওয়ার হলেন তিনি। শুধু ট্রেনে সওয়ারি হওয়া নয়, যাত্রীদের সঙ্গে কথা বলতে, অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে কংগ্রেস সাংসদকে।
দলীয় কর্মসূচিতে যোগ দিতে রাহুল গান্ধী বর্তমানে ছত্তীসগঢ়ে। এদিন ছত্তীসগঢ়ের বিলাসপুর থেকেই বিলাসপুর-ইটওয়ারি ইন্টারসিটি ট্রেনে সওয়ার হয়ে রাজধানী রায়পুর যান রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-সহ রাজ্য কংগ্রেসের ইন-চার্জ কুমারী সেলজা ও রাজ্য ইউনিট চিফ দীপক বৈজ। একেবারে ভিড়ে ঠাসা ট্রেনের জেনারেল বগিতে অন্যান্য যাত্রীদের সঙ্গে একই আসনে বসে যেতে দেখা যায় রাহুল গান্ধীকে। তাঁর সেই ট্রেন যাত্রার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে?
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ভিড়ে ঠাসা ট্রেনের জেনারেল বগিতে উঠেছেন রাহুল গান্ধী। রীতিমতো ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁকে দেখা মাত্রই ওই বগিতে উপস্থিত যাত্রীরা মোবাইলে ছবি তুলতে, ভিডিয়ো করতে শুরু করেছেন। অনেকে আবার কংগ্রেস সাংসদের সঙ্গে সেলফিও তোলেন।
Rahul Gandhi Did It Again#RahulGandhi‘s simplicity is revealed again and again.
Today’s Train Journey is touching Four points.
First, #RahulGandhi realizes how far the standard of #IndianRailways has Fallen in the last 10 years.
Second, #RahulGandhi interacted with the… pic.twitter.com/9HSYzptmwC
— তন্ময় l T͞anmoy l (@tanmoyofc) September 25, 2023
তারপর ট্রেনে অন্য যাত্রীদের সঙ্গে একই আসনে বসে বিলাসপুর থেকে রায়পুর যান রাহুল গান্ধী। ওই বগিতে উপস্থিত শিশু-সহ অন্য যাত্রীদের সঙ্গে আলাপচারিতাও করেন তিনি। তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানেন।
রাহুল গান্ধীর এই ১১০ কিলোমিটার ট্রেন যাত্রার ভিডিয়ো ছত্তীসগঢ় কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁকে জননায়ক আখ্যা দিয়েছে। টুইট-পোস্টে ছত্তীসগঢ় কংগ্রেস লিখেছে, “এই মুখের হাসি দেখুন, আজ জননায়ক রাহুল গান্ধীজি এই বোনদের যাত্রাকে বিশেষ করে তুলেছেন… এটিই একজন ‘জননেতা’ এবং ‘অভিনেতার’ মধ্যে পার্থক্য।”
রাহুল গান্ধী ট্রেনের যে বগিতে ছিলেন, সেখানে রাজনন্দগাঁওয়ের কয়েকজন মহিলা হকি খেলোয়াড়ও ছিলেন। তাঁরা ক্রীড়াক্ষেত্রে তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে কংগ্রেস সাংসদের সঙ্গে কথা বলেন। রাহুল গান্ধীও রাজনন্দগাঁওয়ের খেলো ইন্ডিয়া সেন্টারের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ-খবর নেন। সবমিলিয়ে, এদিন রাহুল গান্ধীকে যেমন এক অন্য ভূমিকায় দেখা যায়, তেমনই ট্রেনের জেনারেল বগিতে রাহুল গান্ধীকে পেয়ে আপ্লুত যাত্রীরা।