Ashwini Vaishnaw: ‘বাহ, এটা স্পেশাল’, ভারতীয় প্রযুক্তিতে নির্মিত চেনাব ব্রিজের কথা শুনে অভিভূত অ্যাপেলের সিইও

চেনাব ব্রিজ নিয়ে অ্যাপেল সিইও-র সঙ্গে রেলমন্ত্রীর যে কথোপকথনের ভিডিয়ো টুইটারে পোস্ট করা হয়েছে, সেটিও একেবারে ঝকঝকে-তকতকে। এটি ভারতীয় প্রযুক্তিতে নির্মিত আইফোনে রেকর্ড করা হয়েছে।

Ashwini Vaishnaw: 'বাহ, এটা স্পেশাল', ভারতীয় প্রযুক্তিতে নির্মিত চেনাব ব্রিজের কথা শুনে অভিভূত অ্যাপেলের সিইও
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অ্যাপেলের সিইও।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 10:05 PM

নয়া দিল্লি: বিশ্বের উচ্চতম রেলসেতু হতে চলেছে কাশ্মীরের চেনাব সেতুর উপর নির্মিত চেনাব ব্রিজ (Chenab Bridge)। আর এই ব্রিজের উপর দিয়েই ছুটবে দেশের সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত (Vande Bharat Express)। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) কাছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত চেনাব ব্রিজের নকশা দেখে ও ব্রিজটির দৈর্ঘ্য জেনে অভিভূত অ্যাপেল-এর সিইও (Apple CEO) টিম কুক। তাঁর মন্তব্য, “বাহ, এটা স্পেশাল।” অ্যাপেল সিইও-র সেই প্রতিক্রিয়া এবং রেলমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং চেনাব ব্রিজ নিয়ে অ্যাপেল সিইও টিম কুকের প্রতিক্রিয়ার ভিডিয়ো টুইট করেছেন।

রেলমন্ত্রীর টুইট-ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্ট করা টুইট ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, অফিসের দেওয়ালে টাঙানো চেনাব ব্রিজের ছবিটি অ্যাপেল সিইও-কে দেখিয়ে সেটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন রেলমন্ত্রী। চেনাব ব্রিজটি দেখিয়ে তিনি বলেন, “উত্তরের রাজ্য, কাশ্মীরের সঙ্গে সংযোগ করবে চেনাব ব্রিজ। ভারতীয় প্রযুক্তিতে নির্মিত এই ব্রিজটি ভূ-পৃষ্ঠ থেকে ৩০ মিটার লম্বা, যা আইফেল টাওয়ারের সঙ্গে তুলনীয়। এই ব্রিজের উপর রেললাইন বসবে। ডিসেম্বরের মধ্যেই চেনাব ব্রিজটি চালু হয়ে যাবে এবং এটির উপর দিয়ে বন্দে ভারত চলবে।” রেলমন্ত্রীর এই কথা শুনে অ্যাপেলের সিইও টিম কুক “বাহ, এটা স্পেশাল” বলে মন্তব্য করেন।

চেনাব ব্রিজ নিয়ে অ্যাপেল সিইও-র সঙ্গে রেলমন্ত্রীর যে কথোপকথনের ভিডিয়ো টুইটারে পোস্ট করা হয়েছে, সেটিও একেবারে ঝকঝকে-তকতকে। দেখে মনে হচ্ছে, একেবারে চোখের সামনে বা সিনেমার মতো কোনও বড় স্ক্রিনে দেখছি। এই ভিডিয়োটি কিন্তু কোনও ক্যামেরা বা বিদেশি দামি ফোনে রেকর্ডিং নয়, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত আইফোনে রেকর্ড করা হয়েছে। আর বিশ্বের সর্বোচ্চ এই চেনাব সেতুটিও সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে। অর্থাৎ ভারতীয় প্রযুক্তি যে অনেকটাই উচ্চতায় পৌঁছে গিয়েছে, তা বলা বাহুল্য।

প্রসঙ্গত, বিশ্বের প্রথম উচ্চতম রেল সেতু চেনাব ব্রিজ (Chenab Bridge)- এর মোট দৈর্ঘ্য ৩৫৯ মিটার। গোটা পৃথিবীর কাছে এটা এখন একটা বিস্ময়। পৃথিবীর উচ্চতম এই রেলসেতুর শেষ মুহূর্তের কিছু নির্মাণ কাজ চলছে। জম্মু ও কাশ্মীরের এই নয়া রেল নেটওয়ার্কে খুব শীঘ্রই ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস ও বন্দে মেট্রো চলবে। রেলমন্ত্রী জানিয়েছেন, উধমপুর-শ্রীগনগর – বারামুল্লা রেল সংযোগ ব্যবস্থা পুরোপুরি চালু হয়ে গেলে এই বন্দে মেট্রো জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ স্থাপন করবে। এই ব্রিজের ফলে অনেক সময় বাঁচবে। জম্মু বা কাটরা থেকে সাড়ে তিন ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে শ্রীনগরে। পানিহাল থেকে বারামুলার মধ্যে চারটি কার্গো টানেল বানানো হবে। এছাড়াও খুব শীঘ্রই ট্রেনে করে কলকাতা থেকে কাশ্মীর পর্যন্ত পর্যটকরা যেতে পারবেন।