Raksha Bandhan: প্রধানমন্ত্রীর উদ্যোগে খাদির তৈরি রাখি বাজারে

খাদি দফতরের চেয়ারম্যান জনাব মনোজ কুমার বলেন, 'খাদি রক্ষাসুতো'-এর বিশেষত্ব হল এটি চরখায় কাটা সুতো থেকে গ্রামীণ ভারতের কারিগররা কাতিন (চরখার উপর সুতা কাটা) তৈরি করেছে।

Raksha Bandhan: প্রধানমন্ত্রীর উদ্যোগে খাদির তৈরি রাখি বাজারে
খাদির তৈরি রাখি উদ্বোধন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 10:44 PM

নয়াদিল্লি: ‘আত্মনির্ভর ভারত’-এর দিকে আরও এগিয়ে যাচ্ছে ভারত। গত ৭ অগস্ট ‘খাদি প্রতিরক্ষা স্যুট’ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রগতি ময়দানের ভারত মণ্ডপে ‘জাতীয় তাঁত দিবস’ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় দেশবাসীকে আগামী উৎসবের সময় আরও বেশি করে খাদি এবং গ্রামীণ শিল্পের পণ্য কেনার জন্য আবেদন করেছিলেন। গ্রামীণ ভারতে তাঁকশিল্পের সঙ্গে জড়িত কারিগরদের সর্বোচ্চ কর্মসংস্থান করতেই এই আবেদন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারত সরকারের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক গ্রামীণ অঞ্চলে কর্মরত খাদি কারিগর বোনদের হাতে তৈরি ‘খাদি রক্ষাসুতো’ চালু করেছেন। রাখিবন্ধন উপলক্ষে ভারতে খাদির তৈরি রাখি পৌঁছে দেওয়ার উদ্যোগে এই কাজ। বুধবার দিল্লির কনট প্লেসে ফ্ল্যাগশিপ খাদি ভবনে উন্মোচন করা হয়েছে।

খাদি দফতরের চেয়ারম্যান জনাব মনোজ কুমার বলেন, ‘খাদি রক্ষাসুতো’-এর বিশেষত্ব হল এটি চরখায় কাটা সুতো থেকে গ্রামীণ ভারতের কারিগররা কাতিন (চরখার উপর সুতা কাটা) তৈরি করেছে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং এটি তৈরিতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি। উদাহরণস্বরূপ, উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের গ্রামোদ্যোগী বিকাশ সংস্থার তৈরি রাখি দেশি গরুর পবিত্র গোবর থেকে তৈরি। এতে তুলসী, টমাটো, বেগুনের বীজ রাখা হয়েছে। মাটিতে ফেলে দিলে তা থেকে তুলসী, টমেটো ও বেগুন গাছ উৎপন্ন করা যায় এই চিন্তা থেকেই এটি তৈরি করা হয়েছে। দিল্লির খাদি ভবনে এই ধরনের কয়েক ডজন খাদি রক্ষাসুতো বিক্রির জন্য পাওয়া যায়। দেশের বিভিন্ন রাজ্যে তৈরি ‘খাদি রক্ষাসুতো’ দিল্লির কনট প্লেসের খাদি ভবনে ২০ থেকে ২৫০ টাকার মধ্যে পাওয়া যাবে৷

২০১৪ সাল থেকেই জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর প্রাথমিক পর্যায়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে খাদি এবং গ্রামীণ শিল্পের পণ্য কেনার জন্য অনুরোধ করেছিলেন। যার ফলস্বরূপ ২০১৩-১৪ অর্থবছরের আগে মৃতপ্রায় অবস্থায় থাকা খাদি নতুন জীবন পায়। গ্রামীণ কারিগরদের দক্ষতা এখন শুধু সম্মানই পাচ্ছে না, তাঁরা তাঁদের কাজের ন্যায্য মূল্যও পাচ্ছেন। রাখি উৎসবে খাদির তৈরি রাখি কিনে নিজের পরিজনের পাশাপাশি খাদির সঙ্গে জড়িত কারিগরদের মুখে হাসি ফোটান।