Republic Day 2024: মহিলাদের ক্ষমতায়নে জোর, আগামী বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশেষ উদ্যোগ কেন্দ্রের

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান হল আদতে ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং কৃতিত্বের একটি প্রদর্শনী। এই অনুষ্ঠান দেখতে হাজার-হাজার লোক রাজধানীতে উপস্থিত থাকে এবং অগণিত মানুষ টেলিভিশনে চোখ রাখে।

Republic Day 2024: মহিলাদের ক্ষমতায়নে জোর, আগামী বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশেষ উদ্যোগ কেন্দ্রের
কুচকাওয়াজের প্যারেডে মহিলা বাহিনী।
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 5:56 PM

নয়া দিল্লি: সাধারণতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজ (Parade) অনুষ্ঠানে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে মহিলা বাহিনীকে। তবে এবার কুচকাওয়াজ অনুষ্ঠানে কেবল মহিলা (Women) বাহিনীই থাকবে। এমনই পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আগামী বছরের কুচকাওয়াজ অনুষ্ঠানেই প্যারেড সহ ব্যান্ড থেকে ট্যাবলো- সমস্ত ক্ষেত্রেই কেবল মহিলা বাহিনী অংশগ্রহণ করবে। কেন্দ্রীয় সরকার সূত্রে এমনই জানা গিয়েছে।

সূত্রের খবর, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নারী প্রতিনিধিত্ব বাড়াতে এবং সেনা সহ অন্যান্য ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন প্রসারিত করার লক্ষ্যেই কুচকাওয়াজ অনুষ্ঠানে কেবল মহিলা বাহিনীর অংশগ্রহণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। সশস্ত্র বাহিনী সহ সরকারি দফতরগুলিতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে এবং মহিলাদের ক্ষমতায়নের বিষয়টি কার্যকর করার ব্যাপারেও ইতিমধ্যে জানানো হয়েছে।

সাধারণতন্ত্র দিবসে কেবল মহিলা বাহিনীর প্যারেডের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের এক শীর্ষ আধিকারিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক বলেন, “২০২৪-এর সাধারণ দিবসে প্যারেড ও ব্যান্ড, ট্যাবলো সহ প্যারেডের সময় অন্যান্য অনুষ্ঠানেও কেবল মহিলা বাহিনী অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” স্বরাষ্ট্র মন্ত্রক, সংস্কৃতি এবং নগরোন্নয়ন দফতর এই পরিকল্পনার বিষয়টি জানিয়েছে। কী ভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে, সে বিষয়ে ইতিমধ্যে সেনাবাহিনীকে চিঠি পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে সেনা সূত্রে খবর।

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান হল আদতে ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং কৃতিত্বের একটি প্রদর্শনী। এই অনুষ্ঠান দেখতে হাজার-হাজার লোক রাজধানীতে উপস্থিত থাকে এবং অগণিত মানুষ টেলিভিশনে চোখ রাখে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই মহিলাদের শিক্ষায় অগ্রগতি, সামাজিক সম্মান বৃদ্ধি এবং সেনা সহ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নের বিশেষ উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে মহিলাদের বায়ুসেনাতেও নিয়োগ করা হয়েছে। আধাসামরিক ইউনিটগুলিতে কন্টিনজেন্ট কমান্ডার এবং ডেপুটি কমান্ডার হিসাবে ক্রমবর্ধমানভাবে মহিলাদের নিয়োগ করা হচ্ছে। ২০১৫ সালে প্রথমবার সাধারণতন্ত্র দিবসের প্যারেডের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ করতে দেখা যায়। ২০১৯ সালে ক্যাপ্টেন শিখা সুরভি প্রথম মহিলা অফিসার, যিনি সেনাবাহিনীর ডেয়ারডেভিল দলের বাইক স্টান্টে অংশগ্রহণ করেছিলেন। আবার ২০২১ সালে প্রথম মহিলা পাইলট হিসাবে বিমান লেফটেন্যান্ট ভাবনা কান্থ প্যারেডে অংশগ্রহণ করেছিলেন।