Building Collapse: ঘুমের মধ্যেই ফেটে দু’ভাগ হল মেঝে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত শিশু সহ ২

Maharashtra: ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে সাত মাসের এক শিশুকন্যা ও ৪০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়। যে পাঁচজন আহত হয়েছেন, তাদের মধ্যে চারজন মহিলা ও ৬৫ বছরের এক বৃদ্ধ রয়েছেন।

Building Collapse: ঘুমের মধ্যেই ফেটে দু'ভাগ হল মেঝে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত শিশু সহ ২
ভাঙা বাড়ির নীচ থেকে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 11:39 AM

মুম্বই: গভীর ঘুমে আচ্ছন্ন সকলে। হঠাৎই পায়ের নীচের মাটি থরথর করে কেঁপে উঠল। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বিল্ডিং। ভাঙা বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে দুইজনের। আহত হয়েছেন আরও পাঁচজন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। শনিবার মধ্যরাতে আচমকাই একটি বাড়ি ভেঙে পড়ে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা-১টা নাগাদ বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে বাড়ি ভেঙে পড়ার খবর আসে। এরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় থানে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভিওয়ন্ডি নিজ়ামপুর পুরসভার দমকল বাহিনী। প্রায় ঘণ্টাখানেক ধরে উদ্ধারকাজ চালানোর পর সাতজনকে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে সাত মাসের এক শিশুকন্যা ও ৪০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়। যে পাঁচজন আহত হয়েছেন, তাদের মধ্যে চারজন মহিলা ও ৬৫ বছরের এক বৃদ্ধ রয়েছেন। উদ্ধার করার পরই তাঁদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সকলেই চিকিৎসাধীন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। রাত সাড়ে তিনটে নাগাদ উদ্ধারকাজ শেষ হয়।