দেশে তৃতীয় ঢেউয়ের রাস্তা প্রশস্ত হচ্ছে, চরম উদ্বেগে চিকিৎসকরা
চিকিৎসকরা মনে করছেন, তৃতীয় ঢেউর সূত্রধর হতে পারে ঠাকরের রাজ্য।
মুম্বই: দেশে সবে দ্বিতীয় ঢেউর বাড়বাড়ন্ত শেষ হয়েছে। এখন তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সময় এগিয়ে আসছে। চিকিৎসকরা বারবার বলছেন, তৃতীয় ঢেউ অনিবার্য, এড়ানোর কোনও পথ নেই। স্রেফ এই ঢেউর প্রভাব কমানো যেতে পারে টিকাকরণ ও করোনাবিধির মাধ্যমে। কিন্তু দেশে টিকাকরণের (COVID Vaccination) গতি লক্ষ্যমাত্রার ধারেকাছে নেই। তাই চিকিৎসকদের একাংশ মনে করছেন, তৃতীয় ঢেউ আসার অনুকূল পরিবেশ ইতিমধ্যেই তৈরি।
চিকিৎসকদের মতে, মহারাষ্ট্রের বাড়তে থাকা করোনা সংক্রমণই ডেকে আনতে পারে তৃতীয় ঢেউ। জুলাই মাসের প্রথম ১১ দিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ১৩০। সে রাজ্যে গত দু’টি ঢেউয়ের মতোই এ বারে সংক্রমণ ছড়াচ্ছে। যেখান থেকে চিকিৎসকরা মনে করছেন, তৃতীয় ঢেউর সূত্রধর হতে পারে ঠাকরের রাজ্য।
দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়েছিল দিল্লি। কিন্তু সেখান থেকে ঘুরে এসে এখন দিনে ৫০-এর আশপাশে দৈনিক সংক্রমণ সেখানে। জুলাই মাসের ১১ তারিখ পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন স্রেফ ৮৭০ জন। একমাত্র কেরলই ১০ জুলাই পর্যন্ত আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের থেকে এগিয়ে। সেখানে ১০ জুলাই পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৯৫১ জন। মহারাষ্ট্রের মধ্যেই কোলাপুর জেলায় একদিনে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াচ্ছে। যেখানে মুম্বইয়ে একদিনে আক্রান্ত ৬০০-র নীচে।
এ বিষয়ে কোভিড টাস্ক ফোর্সের সদস্য ডঃ শশাঙ্ক জোশীর বক্তব্য, “ডেল্টা স্ট্রেন ভয় বাড়াচ্ছে। সামাজিক বিধিনিষেধ উঠে যাওয়া ও ভ্যাকসিনেশনের মন্থর গতি চিন্তার। মানুষ বাড়িতে থাকতে চাইছেন না। যা ভাইরাসকে লাফিয়ে বাড়তে সাহায্য করছে।” এর আগে দুই ঢেউয়েই প্রথম ক্লাস্টার হয়েছিল মহারাষ্ট্র। তাই এ বারও সেখান থেকেই তৃতীয় ঢেউ শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, কেরল ও মহারাষ্ট্রের আর নট ফ্যাক্টরও চিন্তার। সব মিলিয়ে দেশে তৃতীয় ঢেউর রাস্তা প্রশস্ত হচ্ছে। মহারাষ্ট্র হয়েই সারা দেশে তৃতীয় ঢেউ দাপট দেখাতে পারে বলে অনুমান চিকিৎসক মহলের। আরও পড়ুন: দ্রুত হু-র অনুমোদন পাবে কোভ্যাক্সিন, আশাবাদী ভারত বায়োটেক