AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দ্রুত হু-র অনুমোদন পাবে কোভ্যাক্সিন, আশাবাদী ভারত বায়োটেক

সৌম্যা স্বামীনাথন জানিয়েছিলেন, ভারত বায়োটেক যদি সম্পূর্ণ তথ্য আপলোড করে দিয়ে থাকে, তাহলে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দ্রুত হু-র অনুমোদন পাবে কোভ্যাক্সিন, আশাবাদী ভারত বায়োটেক
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 9:09 AM
Share

নয়া দিল্লি: এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিন (Covaxin)। ফলে একাধিক ক্ষেত্রে কোভ্যাক্সিন প্রাপকদের বিদেশ ভ্রমণে সমস্যা দেখা দিচ্ছে। কেন্দ্র আগে জানিয়েছিল, দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেবে ভারত বায়োটেকের এই ভ্যাকসিনকে। এ বার সংস্থার মুখেও একই কথা। টুইট করে চেয়ারম্যান কৃষ্ণ এল্লার পক্ষ থেকে সংস্থা জানিয়েছে, দ্রুত অনুমোদন পাবে কোভ্যাক্সিন।

চেয়ারম্যান জানিয়েছেন, ৯ জুলাই কোভ্যাক্সিন সংক্রান্ত সব তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোর্টালে আপলোড করা হয়েছে। এ বার তাঁরা আশাবাদী যে হু দ্রুত অনুমোদন দেবে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, ৪-৬ সপ্তাহের মধ্যেই আপদকালীন অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তাঁরা। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়ারোমেন্টের একটি ওয়েবিনারে শুক্রবার স্বামীনাথন জানিয়েছিলেন, হু এখন কোভ্যাক্সিনের পর্যবেক্ষণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোর্টালে ভারত বায়োটেক তথ্য আপলোড করছে। সেই তথ্যের ওপরই নির্ভর করছে কোভ্যাক্সিনের অনুমোদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, আপদকালীন অনুমোদন একটি প্রক্রিয়া। যেখানে ৩ ট্রায়ালের তথ্য সম্পূর্ণ আপলোড করতে হয়। এরপর হু-র বিশেষজ্ঞ কমিটি তা খতিয়ে দেখে অনুমোদন দেয়।

সৌম্যা স্বামীনাথন জানিয়েছিলেন, ভারত বায়োটেক যদি সম্পূর্ণ তথ্য আপলোড করে দিয়ে থাকে, তাহলে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই মতো ৯ জুলাই থেকে ৪ সপ্তাহ, অর্থাৎ অগস্ট মাসের মধ্যে অনুমোদন পেয়ে যাওয়ার কথা কোভ্যাক্সিনের। এ পর্যন্ত হু ৬টি করোনা টিকাকে অনুমোদন দিয়েছে। যেগুলি হল- ফাইজ়ার, অ্যাস্ট্রাজ়েনেকা-এসকে বায়ো ও সেরাম, অ্যাস্ট্রাজ়েনেকা ইইউ, জনসন, মডার্না, সিনোফার্ম। এখন সারা বিশ্বে ১৮৪টি করোনা প্রতিষেধকের ট্রায়াল চলছে, যার মধ্যে ২৭টি তৃতীয় কিংবা চতুর্থ পর্যায়ে রয়েছে। আরও পড়ুন: ডিজিটাল হচ্ছে সংসদ, বাদল অধিবেশনের আগে একাধিক ঘোষণা স্পিকার ওম বিড়লার