Lalu Prasad Yadav: বিহারে পালাবদলের পরই ইডি দফতরে হাজিরা লালুর, বিক্ষোভ আরজেডি সমর্থকদের

Land For Job Scam: জমির বিনিময়ে চাকরির দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে। সেই সমন মেনেই সোমবার সকালে পটনায় ইডি দফতরে হাজিরা দিলেন লালু প্রসাদ যাদব। ইডি দফতরের বাইরে বিপুল সংখ্য়ক আরজেডি সমর্থক জমায়েত করেছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

Follow Us:
| Updated on: Jan 29, 2024 | 1:44 PM

পটনা: বিহারে পালাবদলের মাঝেই বড় খবর। ইডি দফতরে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদব। জমির বিনিময়ে চাকরির দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে। সেই সমন মেনেই সোমবার সকালে পটনায় ইডি দফতরে হাজিরা দিলেন লালু প্রসাদ যাদব। ইডি দফতরের বাইরে বিপুল সংখ্য়ক আরজেডি সমর্থক জমায়েত করেছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

রবিবার বিকেলেই দিল্লি থেকে ইডি আধিকারিকরা পটনায় আসেন আরজেডি সুপ্রিমোকে জিজ্ঞাসাবাদের জন্য।

গত ১৯ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লালু প্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে সমন পাঠিয়েছিল। পটনায় রাবড়ি দেবীর বাড়িতে গিয়ে সেই সমন দিয়ে আসা হয়। ওই সমনে ২৯ ও ৩০ জানুয়ারি লালু প্রসাদ ও তেজস্বীকে হাজিরা দিতে বলা হয়েছিল।

এরপর গত শনিবার, ২৭ জানুয়ারি দিল্লি কোর্ট লালু প্রসাদের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁর মেয়ে হেমা যাদবকে আগামী ৯ ফেব্রুয়ারি হাজিরা দিতে বলা হয়। চাকরির বিনিময়ে জমি দুর্নীতি মামলাতেই তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।