Indian Railways: ট্রেনে বসে মাতলামি, মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, শ্রীঘরে ৩

RPF: মহিলা যে কামরায় বসেছিলেন, সেই কামরাতেই ওই তিন পুরুষ যাত্রী নিজেদের বার্থে বসে মদ্যপান করছিল ও বিশৃঙ্খলা পাকানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। মহিলার অভিযোগ, সেই সময় ওই কামরায় কোনও আরপিএফ কর্মী ছিলেন না। মহিলা ওই যাত্রীদের বারণ করতে গেলে, তাঁকে উদ্দেশ্য করেও অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ।

Indian Railways: ট্রেনে বসে মাতলামি, মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, শ্রীঘরে ৩
মহিলা অভিযোগ তুলতেই তড়িঘড়ি পদক্ষেপImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 6:49 PM

নয়া দিল্লি: ট্রেনের মধ্যে দেদার মদ্যপানের অভিযোগ। শুধু তাই নয়, মদ্যপ অবস্থায় এক মহিলা সহযাত্রীর উদ্দেশে কুকথা বলারও অভিযোগ। সেই অভিযোগ রেল মন্ত্রকের ওয়ার রুমে পৌঁছতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ। মহিলার অভিযোগের ভিত্তিতে তিন মদ্যপ যাত্রীকে গ্রেফতার করল আরপিএফ। ঘটনাটি রাজস্থানের জয়পুর থেকে গঙ্গানগরগামী একটি ট্রেনে। মহিলা যে কামরায় বসেছিলেন, সেই কামরাতেই ওই তিন পুরুষ যাত্রী নিজেদের বার্থে বসে মদ্যপান করছিল ও বিশৃঙ্খলা পাকানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। মহিলার অভিযোগ, সেই সময় ওই কামরায় কোনও আরপিএফ কর্মী ছিলেন না। মহিলা ওই যাত্রীদের বারণ করতে গেলে, তাঁকে উদ্দেশ্য করেও অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ।

গোটা ঘটনা ও অভিযুক্ত ব্যক্তির ভিডিয়ো তুলে এক্স হ্যান্ডেলে শেয়ার করেন গায়েত্রী বিষ্ণোই নামে ওই মহিলা যাত্রী। বিষয়টি রেল মন্ত্রকের নজরে আনার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে ওই মহিলা যাত্রীকে আশ্বস্ত করা হয় রেলের তরফে। জানানো হয়, তাঁর অভিযোগের বিষয়টি নজরে আসে রেল মন্ত্রকের ওয়ার রুম খতিয়ে দেখছে এবং মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরই আরপিএফের যোধপুর ডিভিশনাল সিকিউরিটি কন্ট্রোলের অফিসারদের সঙ্গে যোগাযোগ করা হয় ওয়ার রুম থেকে। দ্রুত ওই ট্রেনের ভিতর কী চলছে, তা দেখতে বলা হয়।

রেল মন্ত্রকের ওয়ার রুম থেক নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন আরপিএফ-এর কর্তব্যরত অফিসাররা। ট্রেনে মদ খাওয়া ও মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে দেগনা জংশন থেকে আরপিএফ ওই তিন মদ্যপ যাত্রীকে গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে রেল আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে ওই তিন যাত্রীর গ্রেফতারির পর আরপিএফ ও ভারতীয় রেলকে ধন্যবাদ জানিয়েছেন গায়েত্রী বিষ্ণোই নামে ওই মহিলা যাত্রী।