Russia-Ukraine Conflict : ক্ষতবিক্ষত ইউক্রেন, ভারতীয় সংবাদ মাধ্যমকে পক্ষপাতদুষ্ট খবর না করার হুঁশিয়ারি রাশিয়ার

Russia-Ukraine Conflict : বিবৃতি জারি করে রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে যে, ভারতের সংবাদ মাধ্যমকে অনুরোধ করা হচ্ছে যে ইউক্রেনের সংকট নিয়ে কোনও খবরের ক্ষেত্রে যথাযথ তথ্য প্রচার বা সম্প্রচার করা উচিত। যাতে ভারতের জনগণ সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য পান। তবে এই বিবৃতিতে মৃত ভারতীয় পড়ুয়া নিয়ে কিছু বলা হয়নি রাশিয়ার দূতাবাসের তরফে। 

Russia-Ukraine Conflict : ক্ষতবিক্ষত ইউক্রেন, ভারতীয় সংবাদ মাধ্যমকে পক্ষপাতদুষ্ট খবর না করার হুঁশিয়ারি রাশিয়ার
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2022 | 9:48 PM

নয়া দিল্লি : রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ আজ ষষ্ঠ দিনে পড়ল। আর এই ষষ্ঠ দিনে এই দুই দেশের যুদ্ধের বলি হলেন এক ভারতীয় পড়ুয়া। মঙ্গলবার খারকিভে রাশিয়ার বোমা বর্ষণে মারা গিয়েছে উত্তর কর্নাটকের বাসিন্দা নবীন শেখারারাপ্পা গ্যানাগৌড়ার। তিনি ইউক্রেনের খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া। ২১ বছর বয়সেই যুদ্ধে প্রাণ গেল তাঁর। তিনি সকালেবেলা সুপার মার্কেটে খাবার কিনতে গিয়েছিলেন। সেখানেই সকাল ৭ টায় রাশিয়ার বোমা বর্ষণে মারা গেলেন কর্নাটকের নবীন। এই ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মৃত পড়ুয়ার বাবার সঙ্গে যোগাযোগও করেন। রাশিয়ার বোমা হামলায় নবীনের মৃত্যু ঘিরে রাশিয়ার নিন্দায় সরব হয়েছে বিশ্বের একাধিক দেশ। তারপরই ভারতে রাশিয়ার দূতাবাসের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। এই বিবৃতি জারি করে রাশিয়া নিজের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছে।

বিবৃতি জারি করে রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে যে, ভারতের সংবাদ মাধ্যমকে অনুরোধ করা হচ্ছে যে ইউক্রেনের সংকট নিয়ে কোনও খবরের ক্ষেত্রে যথাযথ তথ্য প্রচার বা সম্প্রচার করা উচিত। যাতে ভারতের জনগণ সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য পান। তবে এই বিবৃতিতে মৃত ভারতীয় পড়ুয়া নিয়ে কিছু বলা হয়নি রাশিয়ার দূতাবাসের তরফে।

বিবৃতিতে বলা হয়েছে…

  • ইউক্রেন এবং তার নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি রাশিয়া। তবে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের ডনবাস অঞ্চলে ৮ বছর ধরে চলতে থাকা ইউক্রেনের করা যুদ্ধে ইতি টানার জন্যই এই অভিযান শুরু করা হয়েছে।
  • রাশিয়ার সেনাবাহিনী যথেষ্ট সংযত। রুশ সেনাবাহিনী কোনও সাধারণ নাগরিক এবং শহরে হামলা করছে না। শুধুমাত্র সামরিক পরিকাঠামোতে আক্রমণ চালানো হচ্ছে।
  • ইউক্রেনের মতো নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে বা রাশিয়া। ইউক্রেনের মতো সাধারণ নাগরিককে ঢাল হিসেবে ব্যবহার করে না। রাশিয়া যুদ্ধবন্দীদের সঙ্গেও সম্মান দিয়ে ব্যবহার করে।
  • রাশিয়া ক্রমাগত জানিয়েছে যে আলোচনা এবং সমঝোতার জন্য রাশিয়া প্রস্তুত।
  • আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ইউক্রেনে অবস্থিত সবকটি পারমাণবিক সাইট সুরক্ষিত রয়েছে।
  • এর বাইরে বাকি তথ্য পক্ষপাতদুষ্ট এবং ভুল দিকে পরিচালনা করে।

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন ‘যুদ্ধে’ নিহত এক ভারতীয়, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী