AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia-Ukraine Conflict: গোলাগুলির মাঝেই কিয়েভ ছাড়ল সমস্ত ভারতীয়, বোমাবর্ষণে বিধ্বস্ত খারকিভ নিয়ে বাড়ছে চিন্তা

Russia-Ukraine Conflict: গত সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনের উপর হামলা শুরু করে রাশিয়া। সেই সময় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে পড়েছেন, এরমধ্যে কমপক্ষে ১৬ হাজারই পড়ুয়া।

Russia-Ukraine Conflict: গোলাগুলির মাঝেই কিয়েভ ছাড়ল সমস্ত ভারতীয়, বোমাবর্ষণে বিধ্বস্ত খারকিভ নিয়ে বাড়ছে চিন্তা
বম্ব শেল্টারে অপেক্ষারত ভারতীয় পড়ুয়ারা। ছবি:PTI
| Edited By: | Updated on: Mar 02, 2022 | 7:39 AM
Share

নয়া দিল্লি: চরম পর্যায়ে পৌঁছেছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine War)। ইউক্রেনের রাজধানী কিয়েভ(Kyiv)-র উপর লাগাতার বোমাবর্ষণ করছে রাশিয়া। যেকোনও মুহূর্তেই দখল হয়ে যেতে পারে কিয়েভ। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর হয়েছে ভারত সরকার। আগামী তিনদিনের মধ্যেই ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলিতে মোট ২৬টি উদ্ধারকারী বিমান পাঠানো হবে, সেই বিমানে করেই আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। সুরক্ষিতভাবে উদ্ধারকার্য পরিচালনার জন্য সোম ও মঙ্গলবার দফায় দফায় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাও জানান, রোমানিয়ার বুখারেস্ট ও হাঙ্গেরির বুদাপেস্ট ছাড়াও পোল্যান্ড ও স্লোভাক রিপাবলিকের পথ ধরে ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কিয়েভে আর কোনও ভারতীয় আটকে নেই। তবে খারকিভে এখনও অনেক ভারতীয় আটকে রয়েছে।

সমস্ত ভারতীয়ের কিয়েভ ছাড়ার খবর নিশ্চিত হতেই সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। রুশ সেনার আক্রমণের হাত থেকে রক্ষা করতে দূতাবাসের কর্মীদেরও নিরাপদভাবে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। মঙ্গলবারই বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, মিশন গঙ্গার অধীনে ৮ মার্চ অবধি মোট ৪৬টি বিশেষ বিমানের ব্যবস্থা  করা হয়েছে। এর মধ্যে বুখারেস্ট থেকে ২৯টি, বুদাপেস্ট থেকে ১০টি, ৬টি পোল্যান্ড  ও ১টি স্লোভাকিয়া থেকে ছাড়বে। ভারতীয় বায়ুসেনার তরফেও সি-১৭ যুদ্ধবিমান পাঠানো হচ্ছে, তা বুখারেস্ট থেকে ভারতীয়দের উদ্ধার করে আনবে।

গত সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনের উপর হামলা শুরু করে রাশিয়া। সেই সময় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে পড়েছেন, এরমধ্যে কমপক্ষে ১৬ হাজারই পড়ুয়া। গতকাল বিদেশসচিব জানান, প্রায় ১২ হাজার ভারতীয় এখনও অবধি ইউক্রেন ছেড়ে বেরিয়ে এসেছেন। বাকি যে ৪০ শতাংশ এখনও আটকে রয়েছেন, তারা প্রায় অর্ধেক অংশই সুমি ও খারকিভে আটকে রয়েছেন। সেখানে রুশ সেনা ক্রমাগত গোলাবর্ষণের কারণে তারা বেরিয়ে আসতে পারছেন না। বাকি অর্ধেক অংশ ইতিমধ্যেই ইউক্রেনের পশ্চিম অংশে পৌঁছনোর জন্য রওনা দিয়েছে। সংঘর্ষস্থলের বাইরে থাকায় খুব বেশি বিপদের আশঙ্কা করা হচ্ছে না।

সোশ্যাল মিডিয়া জুড়ে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের একাধিক ভিডিয়ো ভাইরাল হতেই উদ্ধারকার্য নিয়ে আরও তৎপর হয়েছে কেন্দ্র। বিগত ৪৮ ঘণ্টাতেই চারবার জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয়দের সুরক্ষিতভাবে উদ্ধারের জন্য বিদেশমন্ত্রকের তরফে একটি আলাদা টুইটার অ্যাকাউন্টও খোলা হয়েছে। সেখানে ইউক্রেনের বিভিন্ন ট্রেনের সময়সীমা থেকে শুরু করে কোন কোন এলাকা এড়িয়ে যাতায়াত করা প্রয়োজন, সমস্ত কিছুই জানানো হচ্ছে। গত সপ্তাহ থেকে এয়ার ইন্ডিয়ার তরফেই উদ্ধারকারী বিমানগুলি পরিচালন করা হলেও, চলতি সপ্তাহেই স্পাইসজেট ও ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, তারাও ভারতীয়দের উদ্ধারের জন্য বিশেষ বিমান পরিচালন করবে। এছাড়া গতকালই কেন্দ্রের তরফে ভারতীয় বায়ুসেনার বিমানও উদ্ধারকার্যে ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।