Online Fraud: সাইবার প্রতারণার শিকার সচিন তেন্ডুলকর ঘনিষ্ঠ! খোয়া গেল টাকা

Cyber Crime: ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রতারক তাঁকে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। এবার ডেবিট কার্ড থেকে ১৮ হাজার ২০০ টাকা তুলে নেওয়ার জন্য একটি ওটিপি জেনারেট করেছিলেন।

Online Fraud: সাইবার প্রতারণার শিকার সচিন তেন্ডুলকর ঘনিষ্ঠ! খোয়া গেল টাকা
ছবি: সংগৃহীত (গুগল থেকে)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2022 | 8:20 PM

মুম্বই: প্রতারণা করার জন্য এখন মুখিয়ে আছে সাইবার অপরাধীরা। অনলাইন লেনদেন করতে যাঁরা অভ্যস্ত তাদের ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা অনেকটাই বেশি। এবার ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ঘনিষ্ঠ সাইবার হানার কবলে পড়েছেন। জানা গিয়েছে, বিশ্বসেরা ক্রিকেটারের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে প্রতারণারা ফাঁদে ফেলেছেন সাইবার প্রতারকরা। সাইবার প্রতারণার মুখে পড়ে সচিনের নিরাপত্তারক্ষীর ১৮ হাজার ২০০ টাকা খোয়া গিয়েছে। ১৪ জুলাই বান্দ্রা থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের থেকে অভিযোগ পাওয়া মাত্রই এফআইআর রুজু করেছে পুলিশ।

অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, প্রতারক এক বেসরকারি ব্যাঙ্ক আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে গত ১৩ জুলাই সকাল ১০টা নাগাদ সচিনের নিরাপত্তারক্ষীকে ফোন করেছিলেন। ওই ব্যক্তিকে ব্যাঙ্কের তরফে স্বল্প সুদে ঋণ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সময় ওই নিরাপত্তা রক্ষীর টাকার প্রয়োজন থাকার কারণে ঋণ নিতে তিনি রাজি হয়ে গিয়েছিলেন। সেই সময়ই সাইবার প্রতারক ওই ব্যক্তিকে আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ডের তথ্য পাঠাতে বলে, এমনকি তাঁর থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বরের পাশাপাশি হোয়াটসঅ্যাপ নম্বরও চাওয়া হয়েছিল। বিশ্বাস করে যাবতীয় তথ্য দিয়েছিলেন ওই ব্যক্তি।

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রতারক তাঁকে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। এবার ডেবিট কার্ড থেকে ১৮ হাজার ২০০ টাকা তুলে নেওয়ার জন্য একটি ওটিপি জেনারেট করেছিলেন। নিরাপত্তারক্ষী ওই ব্যক্তি বিশ্বাস করে মোবাইলে আসা ওটিপি প্রতারকের হাতে তুলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তাঁর অ্যাকাউন্ট থেকে আরও ১৮ হাজার ২০০ টাকা তুলে নেওয়া হয়। পরের দিনে ওই প্রতারক আবার ফোন করে দেড় লক্ষ টাকা ঋণ পাওয়ার জন্য ১০ হাজার টাকা পাঠাতে বলেছিল। প্রতারক বলেছিল টাকা পাঠালেই ঋণের টাকা তাঁর অ্যাকাউন্টে চলে যাবে। সচিনের নিরাপত্তারক্ষী তখন বুঝতে পারেন তাঁকে প্রতারণা করা হচ্ছে। বুঝতে পেরেই তিনি বান্দ্রা থানার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।