ভ্যাকসিন নেওয়া থাকলে ৫০ শতাংশ ছাড় পাবেন সেলুনে

যারা ভ্যাকসিন নিয়েছেন তারা সেলুনে (Salon) পাবেন ৫০ শতাংশ ছাড়। তামিলনাড়ুর ওই সেলুনের খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সারা দেশে।

ভ্যাকসিন নেওয়া থাকলে ৫০ শতাংশ ছাড় পাবেন সেলুনে
ছবি সৌজন্যে এএনআই
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 12:01 AM

মাদুরাই: আজব কাণ্ড মাদুরাইয়ের (Madurai) এক সেলুনে। ভ্যাকসিন নেওয়া থাকলে আপনি পাবেন ৫০ শতাংশ ছাড়। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল সরা দেশ। সম্প্রতি সংক্রমণ কিছুটা কমলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষের একমাত্র ভরসা ভ্যাকসিন (Vaccination)।

যদিও দেশে ভ্যাকসিনের অভাব। কেউ প্রথম টিকা পেয়ে আবার দ্বিতীয় টিকা পাননি। এমন খবরও সামনে এসেছে। তবে এবার প্রকাশ্যে এল এক বিরল ঘটনা। যারা ভ্যাকসিন নিয়েছেন তারা সেলুনে পাবেন ৫০ শতাংশ ছাড়। তবে তার জন্য দেখাতে হবে ভ্যাকাসিনের সার্টিফিকেট। তামিলনাড়ুর ওই সেলুনের খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সারা দেশে।

সেলুনের মালিক জানিয়েছেন, ডিসকাউন্টের ব্যাপারটি উপলক্ষ মাত্র। করোনার হাত থেকে দ্রুত রেহাই পাওয়া জরুরি। এর জন্য আরও সচেতন হতে হবে সাধারণ মানুষকে। মারণ ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ভ্যাকসিন। শহরের আমজনতা যাতে করোনার টিকা নিতে আরও বেশি উৎসাহ পায়, সে জন্যই এমন ভাবনা। সেলুন মালিকের প্রশংসা করেছেন বহু মানুষ।

আরও পড়ুন: জ্বালানির দাম বাড়ায় গরুর গাড়িতে চড়ে বিয়ে, নজর কাড়লেন বর