Samajwadi Party: মুলায়মের কেন্দ্রে প্রার্থী বউমা, লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ সপার

Samajwadi Party: লোকসভা নির্বাচন ২০২৪-এর জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল সমাজবাদী পার্টি। মঙ্গলবার (৩০ জানুয়ারি), প্রথম দফায় ১৬জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল অখিলেশ যাদবের দল। মুলায়ম সিং যাদবের ছেড়ে যাওয়া কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন ডিম্পল যাদব।

Samajwadi Party: মুলায়মের কেন্দ্রে প্রার্থী বউমা, লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ সপার
সপা প্রধান অখিলেশ যাদবImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 30, 2024 | 7:08 PM

লখনউ: দেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে, লোকসভা নির্বাচন ২০২৪-এর জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল সমাজবাদী পার্টি। মঙ্গলবার (৩০ জানুয়ারি), প্রথম দফায় ১৬জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল অখিলেশ যাদবের দল। মৈনপুরি, যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব, সেই আসন থেকে প্রার্থী হচ্ছেন অখিলেশের স্ত্রী, ডিম্পল যাদব। প্রসঙ্গত, মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর উপনির্বাচনেও মৈনপুরী থেকে সপা প্রার্থী হয়েছিলেন ডিম্পল এবং বিপুল ভোটে জয় পেয়েছিলেন।

এছাড়া, সম্বল থেকে শফিকুর রহমান বারক এবং লখনউ থেকে রবিদাস মেহরোত্রা প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যান্য প্রার্থীরা হলেন, অক্ষয় যাদব (ফিরোজাবাদ), দেবেশ শাক্য (ইটা), ধর্মেন্দ্র যাদব (বদায়ুঁ), উৎকর্ষ ভার্মা (খিরি), আনন্দ ভাদৌরিয়া (ধৌরাহারা), অনু ট্যান্ডন (উন্নাও), নবকিশোর শাক্য (ফারুখাবাদ), রাজারাম পাল (আকবরপুর), শিবশঙ্কর সিং প্যাটেল (বান্দা), অবদেশ প্রসাদ (ফৈজাবাদ), লালজি ভার্মা (আম্বেদকর নগর), রামপ্রসাদ চৌধুরী (বস্তি), এবং কাজল নিষাদ (গোরখপুর)।

ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল সমাজবাদী পার্টি। রাজ্য়ে রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসে এবং আঞ্চলিক দলগুলির মত পার্থক্য তৈরি হলেও, উত্তর প্রদেশে আসন ভাগাভাগি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে, আগেই জানিয়েছেন অখিলেশ যাদব। তিনি জানিয়েছেন, রাজ্যে ১১টি আসন কংগ্রেসকে ছেড়ে দেবে সপা। তিনি আরও জানান, আসন ভাগাভাগি নিয়ে ‘প্রতিশ্রুতিশীল’ আলোচনা শুরু হয়েছে। যদিও, কোন ১১টি আসন কংগ্রেসকে চাড়ৃতে রাজি সপা, তা এখনও স্পষ্ট নয়। অখিলেশ কিছু জানাননি। উত্তর প্রদেশে দেশের সর্বাধিক লোকসভা আসন রয়েছে, ৮০টি। তাই, সব দলই এই রাজ্য থেকে যত বেশি সম্ভব আসন জিততে চায়। রাজ্যে ইন্ডিয়া জোটের শক্তিশালী শরিক দল সমাজবাদী পার্টিই। কংগ্রেসের সঙ্গে তাদের জোট আলোচনার শুরুটাই হয়েছিল নড়বড়েভাবে। তবে একাধিক বৈঠকের পর এখন এই বিষয়ে মসৃণতা এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।