Satta Bazar prediction: লোকসভা ভোট নিয়ে ‘সাট্টা বাজার’-এর বড়-সড় পূর্বাভাস! কোন দিকে বইছে হাওয়া?
Satta Bazar prediction: ভোট গ্রহণ শেষ হলেই শুরু হয়ে যাবে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ। সকলের চোখ এখন সেই দিকেই। বিভিন্ন সংস্থায় সমীক্ষকরা বুথ ফেরত সমীক্ষাগুলিতে যেমন এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, একইভাবে ভোটের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে সাট্টা বাজারগুলিও। বিশেষ করে রাজস্থানের ফালোদি জেলার সাট্টা বাজারের তো সঠিক ভবিষ্যদ্বাণী করার একটা ইতিহাস রয়েছে।
কলকাতা: শনিবার (১ জুন), চলছে লোকসভা নির্বাচন ২০২৪-এর সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষ হলেই শুরু হয়ে যাবে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ। সকলের চোখ এখন সেই দিকেই। সাত দফায় ভোটদানের পর, জয়ের বিষয়ে এগিয়ে থাকবে কারা? তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে। বিভিন্ন সংস্থায় সমীক্ষকরা বুথ ফেরত সমীক্ষাগুলিতে যেমন এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, একইভাবে ভোটের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে সাট্টা বাজারগুলিও। ভবিষ্যৎ আঁচ করেই বাজি ধরেন বুকিরা। বিশেষ করে রাজস্থানের ফালোদি জেলার সাট্টা বাজারের তো সঠিক ভবিষ্যদ্বাণী করার একটা ইতিহাস রয়েছে। নির্বাচন হোক কিংবা ক্রিকেট ম্যাচ, তাদের ভবিষ্যদ্বাণী অধিকাংশ ক্ষেত্রেই মিলে গিয়েছে। লোকসভা নির্বাচন ২০২৪ নিয়ে কী বলছে সাট্টা বাজার?
লাইভমিন্টের প্রতিবেদন অনুযায়ী, ফালোদি সাট্টা বাজার বলছে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি সরকার। ফালোদি সাট্টা বাজারের মতে, বিজেপি প্রায় ৩০০ আসন নিয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। তারা বলেছে, গেরুয়া শিবির প্রায় ২৯০ থেকে ৩০০টি আসন জিততে পারে। এর বিপরীতে, কংগ্রেস মাত্র ৪০ থেকে ৪২টি আসনেই আটকে যাবে বলে অনুমান করা হয়েছে। ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৫২টি আসন। কাজেই সাটটা বাজার মনে করছে, গতবারের থেকেও আসন সংখ্যা কমবে কংগ্রেসের। ফলোদি সাট্টা বাজারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, উত্তর প্রদেশে ভোট কম পড়া সত্ত্বেও, বিজেপি ৮০টি আসনের মধ্যে ৬২ থেকে ৬৫টিতে জয়লাভ করবে। সব মিলিয়ে এনডিএ ৩২৫ থেকে ৩৩০টি আসন জিততে পারে বলে মনে করা হচ্ছে।
ফালোদি সাট্টা বাজারের পাশাপাশি এক নজরে দেখে নেওয়া যাক, দেশের অন্যান্য সাট্টা বাজারগুলি নির্বাচনের ফল নিয়ে কী পূর্বাভাস দিচ্ছে –
পালনপুর সাট্টা বাজার
কংগ্রেস – ১১২
ইন্ডিয়া জোট – ২২৫
বিজেপি – ২১৬
এনডিএ জোট – ২৪৭
কর্নল সাট্টা বাজার
কংগ্রেস – ১০৮
ইন্ডিয়া জোট – ২৩১
বিজেপি – ২৩৫
এনডিএ জোট – ২৬৩
বোহরি সাট্টা বাজার
কংগ্রেস – ১১৫
ইন্ডিয়া জোট – ২১২
বিজেপি – ২২৭
এনডিএ জোট – ২৩৫
বেলগাঁও সাট্টা বাজার
কংগ্রেস – ১২০
ইন্ডিয়া জোট – ২৩০
বিজেপি- ২২৩
এনডিএ জোট – ২৬৫
কলকাতা সাট্টা বাজার
কংগ্রেস – ১২৮
ইন্ডিয়া জোট – ২২৮
বিজেপি – ২১৮
এনডিএ জোট – ২৬১
বিজয়ওয়াড়া সাট্টা বাজার
কংগ্রেস – ১২১
ইন্ডিয়া জোট – ২৩৭
বিজেপি – ২২৪
এনডিএ জোট – ২৫১
ইন্দোর সরাফা
কংগ্রেস – ৯৪
ইন্ডিয়া জোট – ১৮০
বিজেপি – ২৬০
এনডিএ জোট – ২৮৩
আহমেদাবাদ চোখা বার
কংগ্রেস – ১০৪
ইন্ডিয়া জোট – ১৯৩
বিজেপি – ২৪১
এনডিএ জোট – ২৭০
সুরাট মাঘোবি
কংগ্রেস – ৯৬
ইন্ডিয়া জোট – ১৮৬
বিজেপি – ২৪৭
এনডিএ জোট – ২৮২
সাট্টা বাজারের এই পূর্বাভাসগুলি অবশ্য একেবারেই অনুমানভিত্তিক। প্রার্থীর জনপ্রিয়তা, জাত-ভিত্তিক সমর্থন, নির্বাচনী প্রচারসভায় মানুষের উপস্থিতি, দলের সাংগঠনিক শক্তি-সহ একাধিক বিষয়ের উপর ভিত্তি করে সাট্টা বাজারে বাজির দর ওঠানামা করে। উপরে যে অনুমান দেখা যাচ্ছে, তা চলতি নির্বাচনের ছয় দফার ভোটদানের ভিত্তিতে। সপ্তম দফায় এদিন দেশের ৫৬টি লোকসভা আসনে ভোট গ্রহণ চলছে। শেষ দফার ভোট, সাট্টা বাজারের পূর্বাভাসও বদলে দিতে পারে। কাজেই এখানে যে সংখ্যার উল্লেখ করা হয়েছে, তা নাও মিলতেও পারে। ৪ জুন, মঙ্গলবার, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। সেদিনই মিলবে চূড়ান্ত উত্তর, কাদের হাতে থাকবে পরবর্তী পাঁচ বছর দেশ শাসনের ক্ষমতা?