Sitaram Yechury: সকালেই ইয়েচুরির বাড়িতে হাজির পুলিশ, চলল তল্লাশি

Sitaram Yechury: গত ১০ অগস্ট নিউ ইয়র্ক টাইমস-এ ওই রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, চিনের সরকারের বিনিয়োগ ও মদত থাকতে পারে নিউজ ক্লিক নামে সংবাদমাধ্যমে। সেই অভিযোগ সামনে আসার পরই শুরু হয় তদন্ত।

Sitaram Yechury: সকালেই ইয়েচুরির বাড়িতে হাজির পুলিশ, চলল তল্লাশি
সীতারাম ইয়েচুরিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2023 | 2:34 PM

নয়া দিল্লি: মঙ্গলবার সকালে সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশ। এক সংবাদমাধ্যমের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে এদিন সকাল থেকে রাজধানীর একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সেই সূত্রেই এদিন ইয়েচুরির বাড়িতে পৌঁছে যায় দিল্লি পুলিশের একটি টিম। সিপিএম নেতা জানিয়েছেন, তাঁর এক সহযোগী, যিনি তাঁর বাড়িতে থাকেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ল্যাপটপ ও মোবাইল। এই ঘটনার প্রতিবাদ করে ইয়েচুরি জানিয়েছেন, সংবাদমাধ্যমের মুখ বন্ধ করে দিতেই এই ধরনের তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে এই তল্লাশি, তা স্পষ্টভাবে জানানোর দাবি জানিয়েছেন সিপিএম নেতা।

এদিন দিল্লি পুলিশ অন্তত ৩০টি জায়গায় তল্লাশি চালিয়েছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এ ‘নিউজ ক্লিক’ নামে এক সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, ভারত-বিদ্বেষী প্রচার চালাতে চিনা বিনিয়োগ পায় এক সংবাদসংস্থা। এই অভিযোগ সামনে আসার পরই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ওই সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত একাধিক সাংবাদিকদের বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এই তল্লাশির পর সীতারাম ইয়েচুরি সংবাদসংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে বলেন, “পুলিশ আমার বাড়িতে এসেছিল। আমার এর সহযোগীর ছেলে সংবাদমাধ্যমে কাজ করে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই এসেছিল পুলিশ।” সমাজকর্মী তিস্তা শেতলবাদের বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়েছে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, “কেউ যদি কিছু ভুল করে থাকে, তাহলে তদন্ত তো করতে হবেই। আমি কোনও সাফাই দিচ্ছি না, তবে তদন্তকারী সংস্থার পূর্ণ স্বাধীনতা রয়েছে।” গত ১০ অগস্ট নিউ ইয়র্ক টাইমস-এ ওই রিপোর্ট প্রকাশিত হয়। তার ভিত্তিতেই চলে তল্লাশি।