পাচার হচ্ছিল ২০০ গোখরোর বিষ, পুলিশের হাতে গ্রেফতার ৬
অশোক মিশ্র জানিয়েছেন, এক মহিলা-সহ ৩ অভিযুক্ত বালাসোরে ১০ লক্ষ টাকায় ওই সাপের বিষ রফা করেছিলেন।
ভুবনেশ্বর: ১ কোটি টাকার সাপের বিষ-সহ ৬ জনকে গ্রেফতার করেছেন ভুবনেশ্বর (Bhubaneswar) বন্য দফতরের আধিকারিকরা। জেলা বন আধিকারিক অশোক মিশ্র জানিয়েছেন, অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লিটার সাপের বিষ। তিনি বলেন, “আমরা ১ লিটার সাপের বিষ বাজেয়াপ্ত করেছি। সাপের বিষ ৫টি ভায়ালে ছিল। প্রতি ভায়ালে ৫ মিলিলিটার সাপের বিষ ছিল।”
অশোক মিশ্র জানিয়েছেন, এক মহিলা-সহ ৩ অভিযুক্ত বালাসোরে ১০ লক্ষ টাকায় ওই সাপের বিষ রফা করেছিলেন। কিন্তু এই সাপের বিষ আন্তর্জাতিক বাজারে ১ কোটি টাকারও বেশি মূল্যের। ২০০টি গোখরো থেকে ১ লিটার বিষ পাওয়া যায় বলেও জানিয়েছেন অশোক বাবু। এই ঘটনার সঙ্গে যুক্ত ৬ ব্য়ক্তিকে গ্রেফতার করেছে ভুবনেশ্বরের পুলিশ।
যে ৬ জন গ্রেফতার হয়েছেন, তাঁদের বিরুদ্ধে বন্যাপ্রাণী সংরক্ষণ আইন,১৯৭২ -এর ৯,৩৯, ৪৪,৪৯ ও ৫১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। আগামিকালই তাঁদের আদালতে তোলা হবে বলে খবর মিলেছে পুলিশ সূত্রে। কয়েক দিন আগেই ভারত-নেপাল সীমান্তে গোখরোর বিষ পাচার করার অভিযোগে ৩ জনকে পটনা থেকে গ্রেফতার করেছিল পুলিশ। বিহারের আরারিয়া জেলায় এসএসবি জওয়ানের একটি দল পেট্রলিংয়ের সময় সাপের বিষ-সহ দু’টি গাড়িকে বাজেয়াপ্ত করেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, যে পরিমাণ বিষ উদ্ধার হয়েছিল তার মূল্য প্রায় ১২ কোটি টাকা।
আরও পড়ুন: Corona Cases and Lockdown News: ৩০০ পার দৈনিক মৃতের সংখ্যা, সংক্রমণের নতুন মাইল ফলক ছুঁল দেশ