Sonia Gandhi sacks Congress Chiefs: কংগ্রেসের খারাপ ফল, সিধু সহ পাঁচ প্রদেশ সভাপতিকে অবিলম্বে পদত্যাগের নির্দেশ সোনিয়ার
Sonia Gandhi sacks Congress Chiefs: উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মনিপুর ও গোয়া, কোনও রাজ্যেই ভাল ফল হয়নি কংগ্রেসের। কার্যত দলের ভরাডুবি দেখা গিয়েছে।
নয়া দিল্লি : দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকের পরই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল এবার প্রয়োজনীয় পদক্ষেপ করবেন সোনিয়া গান্ধী। সেই বৈঠকের দু দিন পরই পাঁচ রাজ্যের প্রদেশ কগ্রেস সভাপতিদের পদত্যাগ করতে বললেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। ওই পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পরই এই সিদ্ধান্ত নিল কংগ্রেস হাই কমান্ড। মঙ্গলবার নেত্রীর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা। ওই পাঁচ নেতার মধ্যেই রয়েছেন পঞ্জাবের প্রদেশ কগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুও।
গত ১০ মার্চ উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মনিপুর ও গোয়া, এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। পঞ্জাবে বড়সড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। পঞ্জাবের মাটি ধরে রাখার প্রত্যাশা থাকলেও আম আদমি পার্টির ঝড়ে কার্যত মাতা তুলতে পারেনি কংগ্রেস। বাকি চার রাজ্যেও অবস্থা অনেকটা একই। বুথ ফেরৎ সমীক্ষায় অনুমান করা হয়েছিল, গোয়ায় হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। তবে, ফল প্রকাশের পর দেখা যায়, বিজেপি কোনও সমর্থন ছাড়াই সরকার গঠন করতে সক্ষম হবে। উত্তরাখণ্ডে কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা যথেষ্ট কম। মনিপুরে জোট গঠন করেও কোনও লাভ হয়নি দলের। তাই এবার কড়া সিদ্ধান্ত নিলেন সোনিয়া গান্ধী। অবিলম্বে পদত্যাগ পত্র জমা দিতে বললেন ওই পাঁচ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিদের।
পাঁচ রাজ্যের ভোট শেষ হওয়ার পরই কার্যনির্বাহী কমিটির বৈঠক হয় কংগ্রেসের। সোনিয়া গান্ধী ওই বৈঠকে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওয়ার্কিং কমিটির সদস্যরা সবাই তা প্রত্যাখান করেন। প্রায় সাড়ে চার ঘণ্টা চারেকের ওয়ার্কিং কমিটির সেই বৈঠক শেষে কংগ্রেসের তরফে জানানো হয়, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী থাকছেন সোনিয়া গান্ধী। পরবর্তী পদক্ষেপ স্থির করবেন তিনিই। তাঁর নেতৃত্বের ওপরেই কংগ্রেস আস্থা রাখছে।
আরও পড়ুন : Karnataka Hijab Controversy : ‘হিজাব ছাড়া আমরা কলেজে যাব না,’ হাইকোর্টের রায়ে ক্ষুন্ন আবেদনকারী
আরও পড়ুন : Karnataka Hijab Controversy : কর্নাটক হাইকোর্টের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শিক্ষার্থী