অপেক্ষার অবসান, আগামী বৈঠকেই সভাপতি নির্বাচনের পথে কংগ্রেস

দলের নতুন মুখ কে হবেন, তা নিয়ে কংগ্রেসের অন্দরমহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। আগামী সপ্তাহেই দলের শীর্ষনেতারা দলের অন্দরে জমে থাকা ক্ষোভ ও সমস্যা নিয়ে আলোচনায় বসতে পারেন, এমনটাই সূত্রের খবর।

অপেক্ষার অবসান, আগামী বৈঠকেই সভাপতি নির্বাচনের পথে কংগ্রেস
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 01, 2021 | 10:07 PM

নয়া দিল্লি: প্রতিশ্রুতি মতোই নতুন বছরে দলের নতুন মুখ নির্বাচন করতে চলেছে কংগ্রেস (Congress)। সেই সিদ্ধান্ত নিতে শীঘ্রই বৈঠকের আয়োজনও করা হবে, দলের সূত্রে এমনটাই খবর।

২০১৯ সালের জুলাই মাসে রাহুল গান্ধী (Rahul Gandhi) কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগের পর থেকেই এই আসন ফাঁকাই পড়ে রয়েছে। দলনেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব নিলেও দলের তরফে ক্রমাগত একজন শক্তিশালী মুখের দাবী তোলা হয়েছে।

দলের নতুন মুখ কে হবেন, তা নিয়ে কংগ্রেসের অন্দরমহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। আগামী সপ্তাহেই দলের শীর্ষনেতারা দলের অন্দরে জমে থাকা ক্ষোভ ও সমস্যা নিয়ে আলোচনায় বসতে পারেন, এমনটাই সূত্রের খবর।

গতবছরের অগস্ট মাসে দলের ২৩জন নেতা সোনিয়া গান্ধীকে চিঠি লিখে নিজেদের ক্ষোভের কথা জানান ও দলের সভাপতি নির্বাচন করার আবেদন জানান। এরপর শরদ পাওয়ার (Sharad Power), পি চিদাম্বরম (P Chidambaram)-র মতো প্রবীণ নেতারাও জনসমক্ষে দলের সমালোচনা করলে দলনেত্রী সোনিয়া গান্ধী ১৯ ডিসেম্বর দলের বিক্ষুব্ধ নেতাদের নিয়ে আলোচনায় বসেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীও। বিক্ষুব্ধদের সেই বৈঠকেই রাহুল গান্ধীকে ফের একবার দলের সভাপতির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

আরও পড়ুন: পাকিস্তানে হিন্দু মন্দির ধ্বংসের বিরোধিতায় ইসলামাবাদে প্রতিবাদবার্তা ভারতের

বৈঠক শেষে রাহুল গান্ধী জানিয়েছিলেন, দলের হয়ে কাজ করতে তাঁর কোনও অসুবিধা নেই। তবে তিনিই দায়িত্ব নেবেন কিনা, এবিষয়ে খোলসা করে কিছু জানাননি। দলের নেতৃত্ব নির্বাচনে টানাপোড়েন নিয়ে কংগ্রেস নেতা পবন কুমার বনসল (Pavan Kumar Bansal) বলেন, “রাহুল গান্ধীকে নিয়ে কারোর কোনও সমস্যা নেই। আর এটা কেবল আজকের কথা নয়, সকলেই রাহুল গান্ধীর নেতৃত্বই চান। এই বিষয়ে কারোর ফাঁদে পা দেওয়া উচিত নয়।”

দলের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা (Randeep Singh Surjewala)-ও বলেন, “কংগ্রেস নেতা ও কর্মীরা দলের প্রধান রূপে যোগ্য কোনও ব্যক্তিকেই বেছে নেবেন। আমার বিশ্বাস, দলের ৯৯.৯ শতাংশ কর্মীদেরই মনে হয় যে দলের নেতৃত্ব হিসাবে রাহুল গান্ধীই যোগ্য ব্যক্তি। তিনিই একমাত্র মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারেন।”

দলের অন্দরে রাহুল গান্ধীকে নিয়ে জল্পনা হলেও আপাতত দেশের বাইরেই রয়েছেন তিনি। কবে ফিরবেন, তাও জানা নেই। দলের ১৩৬তম প্রতিষ্ঠা দিবসের আগেই দেশের বাইরে চলে যাওয়ায় দলীয়কর্মীদের মধ্যে যেমন ক্ষোভ তৈরি হয়েছে, তেমনই বিজেপি(BJP) ও আপ(AAP)-র মতো রাজনৈতিক ক্রমাগত সমালোচনার মুখেও পড়তে হয়েছে রাহুল গান্ধীকে।

আরও পড়ুন: আগামী বৈঠকও ব্যর্থ হলে নেওয়া হবে কড়া পদক্ষেপ, হুমকি কৃষকদের