Bharat Jodo Yatra: রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’-য় সামিল হচ্ছেন না অখিলেশ, মায়াবতী!

আগামী লোকসভা নির্বাচনে আদৌ এসপি, বিএসপি ফের কংগ্রেসের সঙ্গে জোট বাধবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে। এর মধ্যে দলীয় নেতৃবৃন্দ রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় সামিল হলে মহাজোট-এর বার্তা রাজনৈতিক মঞ্চে পৌঁছতে পারে।

Bharat Jodo Yatra: রাহুলের 'ভারত জোড়ো যাত্রা'-য় সামিল হচ্ছেন না অখিলেশ, মায়াবতী!
অখিলেশ যাদব, মায়াবতী কি সামিল হবেন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায়!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 4:55 PM

লখনউ: কংগ্রেসের আমন্ত্রণ প্রত্যাখ্যান! রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা-য় সম্ভবত অংশগ্রহণ করবেন না সমাজবাদী পার্টি (SP) সুপ্রিমো অখিলেশ যাদব। রাষ্ট্রীয় লোক দল (RLD) প্রধান জয়ন্ত চৌধুরীও সম্ভবত ভারত জোড়ো যাত্রা-য় সামিল হবেন না। SP এবং RLD সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে অংশগ্রহণ না করলেও তাঁরা ভারত জোড়ো যাত্রা-র পরিকল্পনাকে সমর্থন জানাচ্ছেন বলে স্পষ্ট করে দিয়েছে SP এবং RLD। তাই SP এবং RLD সুপ্রিমো রাহুল গান্ধীর সঙ্গে পা না মেলালেও তাঁদের দলের কোনও প্রতিনিধি যোগ দেওয়ার বিষয়টি এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সমাজবাদী পার্টি সূত্রে জানা গিয়েছে, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা-য় সম্ভবত অংশগ্রহণ করবেন না SP সুপ্রিমো অখিলেশ যাদব। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসপি-র মুখপাত্র জানান, সমাজবাদী পার্টি ভারত জোড়ো যাত্রা-র পরিকল্পনাকে সমর্থন করছেন। কিন্তু, এটা রাজনীতির সঙ্গে যুক্ত করে কর্দমাক্ত করতে চায় না। বিজেপি-কে কটাক্ষ করে তিনি আরও বলেন, “ভারত জোড়ো যাত্রা-র লক্ষ্য হল, আমাদের সংবিধানের বাস্তবায়ন। বিজেপির দেশভাগের চেষ্টা বানচাল করতে এবং অপসারিত করার অন্যতম পরিকল্পনা হতে পারে এটি। কিন্তু, এটি রাজনৈতিক জোট বাড়ানোর চেষ্টা নয়। আমরা এটিকে রাজনৈতিক জোটের আন্দোলন করে তুলতে চাই না।”

এসপি-র মতো একইভাবে ভারত জোড়ো যাত্রা-কে রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে নারাজ আরএলডি। তাই আরএলডি প্রধান চৌধুরী এই যাত্রায় যোগ দেবেন না বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তবে তাঁর দল ভারত জোড়ো যাত্রা-কে সমর্থন করছেন। এপ্রসঙ্গে আরএলডি-র মুখপাত্র রোহিত জাখর বলেন, “আমরা রাজস্থানে কংগ্রেসের সঙ্গে সরকারে রয়েছি। আমরা এই যাত্রাকে নীতিগতভাবে সমর্থন জানাচ্ছি।”

অন্যদিকে, বহুজন সমাজ পার্টি (BSP) নেত্রী মায়াবতী কংগ্রেসের আমন্ত্রণে সাড়া দেবেন, নাকি এসপি এবং আরএলডি-র পথেই হাঁটবে, তা এখনও স্পষ্ট নয়। তবে সম্প্রতি কংগ্রেসের কাছে ভোটে পরাজিত হয়েছে বিএসপি। ভোটের আগে কংগ্রেসকে কটাক্ষ করে জনগণকে তাঁর দলকে ভোট দেওয়ার আবেদনও জানিয়েছিলেন মায়াবতী। ফলে ভারত জোড়ো যাত্রা-য় মায়াবতীর সামিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এসপি সুপ্রিমো অখিলেশ যাদব, বিএসপি নেত্রী মায়াবতী এবং আরএলডি নেতা চৌধুরীর ভারত জোড়ো যাত্রা-য় সামিল না হওয়ার বিশেষ কারণ রয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, উত্তরপ্রদেশে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিল এসপি, বিএসপি। কিন্তু, ভোটের ফল খুবই খারাপ হয়। তাই আগামী লোকসভা নির্বাচনে আদৌ এসপি, বিএসপি ফের কংগ্রেসের সঙ্গে জোট বাধবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে। এর মধ্যে দলীয় নেতৃবৃন্দ রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় সামিল হলে মহাজোট-এর বার্তা রাজনৈতিক মঞ্চে পৌঁছতে পারে। তাই বিতর্ক এড়াতেই তাঁরা সুকৌশলে এসপি, আরএলডি নেতৃত্ব কংগ্রেসের আমন্ত্রণ খারিজ করেছেন এবং মায়াবতীও একই পথে হাঁটবেন বলে বলে রাজনৈতিক মহলের অনুমান।

প্রসঙ্গত, আগামী ৩ জানুয়ারি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে প্রবেশ করবে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। তারপর তিনদিন ধরে রাজ্য পরিভ্রমণ করে বাঘপত এবং শামলি দিয়ে গিয়ে এই যাত্রা প্রবেশ করবে হরিয়ানায়। তাই একসূত্রে দেশ বাঁধার শপথ নিতে এই যাত্রায় সামিল হওয়ার জন্য উত্তরপ্রদেশের বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র অশোক সিং জানান, এসপি সুপ্রিমো অখিলেশ যাদব, বিএসপি নেত্রী মায়াবতী এবং আরএলডি প্রধান চৌধুরী ছাড়াও এসপি বিধায়ক শিবপাল সিং যাদব, বিএসপি-র সাধারণ সম্পাদক সতীশ মিশ্র, সুহেলদেহ ভারতীয় সমাজপর্টি প্রধান ওমপ্রকাশ রাজভর এবং সিপিআই-এর সম্পাদক অতুল অঞ্জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মিমির সঙ্গে বন্ধুত্ব পাতাতে চান? মানতে হবে দুই শর্ত
মিমির সঙ্গে বন্ধুত্ব পাতাতে চান? মানতে হবে দুই শর্ত
মরা মানুষের দাম চমকে দেবে আপনাকে! রয়েছে পিক সিজন-অফ সিজনও...
মরা মানুষের দাম চমকে দেবে আপনাকে! রয়েছে পিক সিজন-অফ সিজনও...
অ্যান্টিবায়োটিক বেলাইন, প্রেসক্রিপশনে গাইডলাইন
অ্যান্টিবায়োটিক বেলাইন, প্রেসক্রিপশনে গাইডলাইন
এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?
এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?
সন্তানের জন্মের কয়েক দিনের মাথাতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
সন্তানের জন্মের কয়েক দিনের মাথাতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
মেয়ের মৃত্যুতে চিঠি দিলেন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
মেয়ের মৃত্যুতে চিঠি দিলেন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমতা দিল বর্তমান সরকার!
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমতা দিল বর্তমান সরকার!
'মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমের
'মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমের
ক্রমশ পাকিস্তানের গোলাম হওয়ার পথে এগোচ্ছে 'স্বাধীন' বাংলাদেশ?
ক্রমশ পাকিস্তানের গোলাম হওয়ার পথে এগোচ্ছে 'স্বাধীন' বাংলাদেশ?
তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁতকে উঠছেন ভক্তরা
তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁতকে উঠছেন ভক্তরা