Stone Pelted at Vande Bharat: প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালীন হামলার মুখে বন্দে ভারত, ভাঙল ট্রেনের জানালা, আতঙ্কে যাত্রীরা

Uttar Pradesh: গোরক্ষপুর থেকে লখনউগামী বন্দে ভারত এক্সপ্রেসে হামলা করা হয়। উত্তর প্রদেশের বারাবনকির কাছে সফেদাবাদ রেলওয়ে স্টেশনে ঢুকতেই ট্রেন লক্ষ্য করে এক দল দুষ্কৃতী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ঢিল ছোড়ে।

Stone Pelted at Vande Bharat: প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালীন হামলার মুখে বন্দে ভারত, ভাঙল ট্রেনের জানালা, আতঙ্কে যাত্রীরা
স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 8:09 AM

লখনউ: বন্দে ভারত  লক্ষ্য করে পাথর ছোড়া যেন নিত্য়-নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে!  ফের হামলার মুখে বন্দে ভারত এক্সপ্রেস (VandeBharat Express)। ভাঙল ট্রেনের জানালার কাঁচ। রবিবার উত্তর প্রদেশের (Uttar Pradesh) বারাবনকিতে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ঢিল ছোড়া (Stone Pelted) হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

জানা গিয়েছে, গোরক্ষপুর থেকে লখনউগামী বন্দে ভারত এক্সপ্রেসে হামলা করা হয়। উত্তর প্রদেশের বারাবনকির কাছে সফেদাবাদ রেলওয়ে স্টেশনে ঢুকতেই ট্রেন লক্ষ্য করে এক দল দুষ্কৃতী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ঢিল ছোড়ে। পাথর লেগে ট্রেনের একটি কামরার জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। খবর দেওয়া হয় রেলওয়ে পুলিশকে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ কন্ট্রোল রুমেও হামলার খবর জানায়। শেষে রাত ১০টা ৪০ মিনিটে লখনউ পৌঁছয়।

গতকালই দেশের রেলওয়ে স্টেশনের সৌন্দর্যায়নের জন্য গৃহীত প্রকল্প ‘অমৃত ভারত’-র প্রথম ধাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে ৫০৮টি স্টেশনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান চলাকালীনই এই হামলা করা হয় বলে জানা গিয়েছে।

আরপিএফের তরফে জানানো হয়েছে, হামলার খবর পেয়েই ঘটনাস্থলে যাওয়া হয়। তবে ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। সরকারি সম্পত্তি ধ্বংস ও যাত্রীদের প্রাণসংশয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত মাসেও অযোধ্যায় বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল।