Vande Bharat Andhra Pradesh: শুরুই হল না যাত্রা, অন্ধ্রে তার আগেই আক্রান্ত বন্দে ভারত

Stones pelted at Vande Bharat Express in Andhra Pradesh: আগামী ১৯ জানুয়ারি অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার এক সপ্তাহ আগেই ঘটল বিপত্তি।

Vande Bharat Andhra Pradesh: শুরুই হল না যাত্রা, অন্ধ্রে তার আগেই আক্রান্ত বন্দে ভারত
যাত্রা শুরুর আগেই আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2023 | 10:49 PM

নয়া দিল্লি: আগামী ১৯ জানুয়ারি অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার এক সপ্তাহ আগে, ট্রায়াল রান চলাকালীনই পাথর ছোড়া হল এই ট্রেনকে লক্ষ্য করে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাথর ছোড়ার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির অন্তত একটি কামড়া। এএনআই আরও জানিয়েছে, বিশাখাপত্তনমের কাঞ্চরাপালেমের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের সময় এই ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি কামড়ার কাচের জানলা ভেঙে গিয়েছে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এদিন ট্রায়াল রান শেষ হওয়ার পর, বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে মারিপালেমের রেলওয়ের রক্ষণাবেক্ষণ কেন্দ্রে যাচ্ছিল বন্দে ভারত ট্রেনটি।

সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে আগামী ১৯ তারিখ এই বন্দে ভারত এক্সপ্রেসটির যাত্রার সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনমের মধ্যে চলাতল করবে এই বন্দে ভারত ট্রেনটি। সময় লাগার কথা প্রায় আট ঘণ্টা। মাঝে স্টপ দেওয়া হব ওয়ারাঙ্গল, খাম্মাম, বিজয়ওয়াড়া এবং রাজামুন্দ্রিতে। এটি ভারতের অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হতে চলেছে। এর আগের বন্দে ভারত ট্রেনটি চালু হয়েছে পশ্চিমবঙ্গে। হাওড়া থেকে এনজেপি স্টেশনের মধ্যে চলাচল করছে ট্রেনটি। গত কয়েকদিনে এই ট্রেনটিতেও বেশ কয়েকবার পাথর ছোড়া হয়েছে। ভেঙে গিয়েছে জানলার কাচ।

আগামী ১৯ তারিখ, তেলঙ্গানা সফরে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির যাত্রার সূচনা করার পাশাপাশি সেকেন্দ্রাবাদ থেকে মেহবুবনগর রেলওয়ে লাইনের ডাবলিং প্রকল্পেরও উদ্বোধন করবেন। ৮৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণে খরচ হয়েছে ১,৪১০ কোটি টাকা। এছাড়া সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৬৯৯ কোটি টাকা। এছাড়া কাজিপেটে ৫২১ কোটি টাকা ব্যয়ে তৈরি একটি রেলওয়ে ওয়ার্কশপ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা প্রধানমন্ত্রীর।