Chhattisgarh: জওয়ানদের প্রাণ বাঁচাতে আইইডি বিস্ফোরণে শহিদ পথ-কুকুর, জিতে নিল সকলের মন

Stray Dog saves ITBP soldiers life in Chhattisgarh: কুকুরকে বলা হয় মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। বিপদের সময়ও সে তার মালিককে ছেড়ে যায় না। এবার একেবারে হাতে নাতে তার প্রমাণ মিলল ছত্তীসগঢ়ের ধানোরার নারায়ণপুরে।

Chhattisgarh: জওয়ানদের প্রাণ বাঁচাতে আইইডি বিস্ফোরণে শহিদ পথ-কুকুর, জিতে নিল সকলের মন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 9:00 PM

রায়পুর: কুকুরকে বলা হয় মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। বিপদের সময়ও সে তার মালিককে ছেড়ে যায় না। এবার একেবারে হাতে নাতে প্রমাণ মিলল কুকুরের আনুগত্যের। নিজের প্রাণ দিয়ে একজন ভারতীয় সেনা জওয়ানের প্রাণ রক্ষা করল একটি পথকুকুর। ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত এলাকায় একটি আইইডির গন্ধ পেয়েছিল কুকুরটি। কিন্তু, নিজের জীবন রক্ষার থেকে সেনা জওয়ানদের জীবনকেই বেশি গুরুত্ব দিয়েছিল সে। নিজের প্রাণ দিয়ে বাকিদের নিরাপত্তা নিশ্চিত করেছে সে। তার এই সাহস ও আনুগত্য সকলের মন জয় করেছে।

মন কাড়া এই ঘটনাটি ঘটেছে বুধবার, ছত্তীসগঢ়ের ধানোরার নারায়ণপুরে। সূত্রের খবর, বুধবার সকালে ধানোরা থানা থেকে নকশাল বিরোধী তল্লাশি অভিযানে রওনা হয়েছিল ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি বাহিনীর একটি দল। তাদের সঙ্গে একটি কুকুরও ছিল। জওয়ানদের আগে আগেই হেঁটে যাচ্ছিল সে। জানা গিয়েছে, কুকুরটি সেনার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নয়। সেনা ছাঁউনি সংলগ্ন গ্রামে থাকত সে। প্রায়ই জওয়ানদের শিবিরে আসত সে। জওয়ানরা তাকে খেতে দিত।

ধানোরা থানা এলাকায় একটি প্রেসার বোমা পুঁতে রেখেছিল নকশালরা। আইটিবিপির জওয়ানরা ওই এলাকা দিয়েই যাচ্ছিল। কুকুরটি গন্ধ শুঁকে আইইডিটি শনাক্ত করেছিল। শুধু শনাক্ত করেই ক্ষান্ত হয়নি সে। প্রেসার বোমাটির উপর সে বসে পড়ে। কুকুরটি উঠে গেলেই বোমাটি বিস্ফোরিত হতে পারত। কিন্তু যতক্ষণ না আইটিবিপির জওয়ানরা মাটির নীচে পোঁতা আইইডিটি থেকে দূরে চলে গিয়েছিল, কুকুরটি সেখান থেকে সরেনি। এরপর, সে আইইডিটির উপর থেকে ওঠে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বলাই বাহুল্য ঘটনাস্থলেই মৃত্যু হয় কুকুরটির। জওয়ানদের চোখের সামনেই ছিন্ন ভিন্ন হয়ে যায় তার শরীর।

আইইডি বিস্ফোরণে উড়ে আসা শার্পনেইলের আঘাতে আহত হন আইটিবিপির এক জওয়ানও। তাঁর নাম মনোজ যাদব। তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ভর্তি আছেন। তবে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, নকশালদের বিরুদ্ধে সম্প্রতি ট্যাকটিক্যাল কাউন্টার অফেন্সিভ ক্যাম্পেইন শুরু করেছে আইটিবিপি। তারপর থেকে নারায়ণপুর জেলায় নকশালদের কর্মকান্ড ক্রমে বাড়তে শুরু করেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের একের পর এক প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তারই মধ্যে এই ঘটনা ঘটল। এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় নকশালদের রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল সিআরপিএফের ট্র্যাকার কুকুর প্লুটোর।