কোভ্যাক্সিন নাকি কোভিশিল্ড? করোনা প্রতিরোধে কে বেশি কার্যকরী, জানাল গবেষণা

গবেষণাপত্রে বলা হয়েছে, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন-দুটি ভ্যাকসিনই দুটি ডোজ় নেওয়ার পর করোনা প্রতিরোধে ভাল ফল দেখিয়েছে। তবে সেরো পজেটিভিটি রেট ও অ্যান্টি-স্পাইক অ্যান্টিবডি কোভিশিল্ডের ক্ষেত্রে বেশি দেখা গিয়েছে।

কোভ্যাক্সিন নাকি কোভিশিল্ড? করোনা প্রতিরোধে কে বেশি কার্যকরী, জানাল গবেষণা
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 07, 2021 | 12:34 PM

নয়া দিল্লি: স্পুটনিক ভি জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেলেও আপাতত ভারতে টিকাকরণের বাজার দুটি ভ্যাকসিনের হাতেই। কোভ্যাক্সিন ও কোভিশিল্ড-উভয়ই করোনা সংক্রমণ রুখতে সক্ষম, তবে কোন ভ্যাকসিনের কার্যকারিতা বেশি, তা নিয়ে সংশয় রয়েই গিয়েছে। সম্প্রতি টিকাপ্রাপ্ত বেশ কিছু স্বাস্থ্যকর্মীদের উপর একটি প্রাথমিক গবেষণায় দেখা যায়, কোভ্যাক্সিনের তুলনায় সংক্রমণ রুখতে বেশি কার্যকরী কোভিশিল্ড।

করোনাভাইরাস ভ্যাকসিন ইনডিউসড অ্যান্টিবডি টিট্রে বা সংক্ষেপে কোভাট-র গবেষণায় দেখা যায়, কোভ্যাক্সিনের তুলনায় কোভিশিল্ড নেওয়ার পর অ্যান্টি-স্পাইক অ্যান্টিবডির উপর সেরো পজেটিভিটি রেট অনেক বেশি। যদিও এই গবেষণা এখনও শিলমোহর পড়েনি।

গবেষণাপত্রে বলা হয়েছে, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন-দুটি ভ্যাকসিনই দুটি ডোজ় নেওয়ার পর করোনা প্রতিরোধে ভাল ফল দেখিয়েছে। তবে সেরো পজেটিভিটি রেট ও অ্যান্টি-স্পাইক অ্যান্টিবডি কোভিশিল্ডের ক্ষেত্রে বেশি দেখা গিয়েছে।

মোট ৫৫২ জন স্বাস্থ্যকর্মীর (৩২৫ জন পুরুষ ও ২২৭ জন মহিলা) উপর এই গবেষণাটি করা হয়। এদের মধ্যে ৪৫৬ জন কোভিশিল্ড ও ৯৬ জন কোভ্যাক্সিনের প্রথম ডোজ় পেয়েছেন। এদের মধ্যে ৭৯.৩ শতাংশের দেহে প্রথম ডোজ়ের পর সেরোপজেটিভিটি দেখা গিয়েছে। কোভিশিল্ডের ক্ষেত্রে এই হার ৮৬.৮ শতাংশ, কোভ্যাক্সিনের ক্ষেত্রে ৪৩.৮ শতাংশ সেরোপজেটিভিটির হার দেখা গিয়েছে।

গবেষণায় জানানো হয়েছে, দুটি ভ্যাকসিন নেওয়ার পরই দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হলেও কোভ্যাক্সিনের তুলনায় কোভিশিল্ডের সেরোপজেটিভিটি রেট বেশি হওয়ায় রোগ প্রতিরোধে কার্যকারিতাও বেশি।

আরও পড়ুন: Corona Cases Lockdown News Live: ১ লক্ষ নামল দৈনিক সংক্রমণের সূচক, আনলক পর্ব শুরু হতেই ফের দিল্লিমুখী পরিযায়ীরা