VC appointment Case: রাজ্যপাল প্রতিশ্রুতি পূরণ করেননি, সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্যের

Supreme Court: শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই হলফনামা দেওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্ট চায়, সব পক্ষ আলোচনায় বসে সমস্যার সমাধান করুক।

VC appointment Case: রাজ্যপাল প্রতিশ্রুতি পূরণ করেননি, সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্যের
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 4:48 PM

নয়া দিল্লি: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত জারি রয়েছে এখনও। এই ইস্যুতে মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। সেখানে ফের রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হল রাজ্য সরকার। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। রাজ্যের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রতিশ্রুতি পূরণ করেননি রাজ্যপাল। রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভির অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আচার্য এবং মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকে আচার্য বা রাজ্যপাল যে প্রতিশ্রুতি তা পূরণ করা হয়নি।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই হলফনামা দেওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি রয়েছে।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে দীর্ঘদিন ধরে জটিলতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্মেও অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠে আসে। এরপরই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ আগেই শুনানিতে বলেছিল, সব পক্ষকে একসঙ্গে বসে আলোচনা করতে হবে। রাজ্য, রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে আলোচনায় বসতে বলা হয়েছিল।