Kuntal Ghosh: এখনই কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা দিতে হবে না, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সুপ্রিম-স্থগিতাদেশ

Supreme Court: কুন্তল ঘোষের আইনজীবী সিদ্ধার্থ দাভে জানান, কুন্তল ঘোষ হাইকোর্টে যাননি। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কিন্তু কুন্তল ঘোষের উপরে ২৫ লক্ষ টাকার জরিমানা হয়েছে। কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে ইডির আইনজীবী তীব্র আপত্তি জানান।

Kuntal Ghosh: এখনই কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা দিতে হবে না, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সুপ্রিম-স্থগিতাদেশ
কুন্তল ঘোষ (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 1:50 PM

কলকাতা: কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) ২৫ লক্ষ টাকা জরিমানা দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আপাতত সেই নির্দেশে সুপ্রিম-স্থগিতাদেশ। শুক্রবার মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। একইসঙ্গে কুন্তল ঘোষের হেফাজতে অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে যে ম্যাজিস্ট্রেটের এজলাসে শুনানি হচ্ছে, সেই ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। অর্থাৎ এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিল আদালত। লিখিত অভিযোগ করে কুন্তল ঘোষ সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য তদন্তকারী সংস্থা ইডি তাঁর উপর চাপ দিচ্ছে। এই অভিযোগের তীব্র বিরোধিতা করেন ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু।

কুন্তল ঘোষের আইনজীবী সিদ্ধার্থ দাভে জানান, কুন্তল ঘোষ হাইকোর্টে যাননি। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কিন্তু কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে ইডির আইনজীবী তীব্র আপত্তি জানান। বলেন, কুন্তল ঘোষের গ্রেফতারি জানুয়ারি মাসে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পাবলিক মিটিংয়ে এই বক্তব্য রাখার পরই কুন্তল এই অভিযোগ করেন। দু’ মাস তিনি এ ধরনের কোনও অভিযোগই করেননি। তদন্তের ক্ষেত্রে নানারকম সমস্যা করা হচ্ছে, এটা তারই মধ্যে একটি।

কুন্তল ঘোষের আইনজীবী জানান, ইডি হেফাজতে অত্যাচারের পরই জেল সুপার মারফত একটি অভিযোগ করেন কুন্তল। এই অভিযোগ হেস্টিংস থানায় পাঠানো হয়। ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। দলের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। কেন অভিযোগ জানাতে দু’ মাস সময় লাগল তা জানতে চায় সুপ্রিম কোর্ট। রিমান্ড ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হওয়া উচিত ছিল। বিষয়টি রিমান্ড ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন বলেও জানায় আদালত। তবে ২৫ লক্ষ টাকা জরিমানার বিষয়ে ইডির তরফে জানানো হয়, এ নিয়ে তাদের কোনও মতামত নেই।

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে তিনি অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ারও নির্দেশ দেন। ইতিমধ্যেই অভিষেকের জরিমানার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার কুন্তলের ক্ষেত্রেও একই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।