Lift Crash: দরজা বন্ধ হতেই হঠাৎ একটা ঝাঁকুনি, আটতলা থেকে ছিঁড়ে পড়ল লিফট, মর্মান্তিক পরিণতি বৃদ্ধার
Noida: বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ নয়ডার একটি হাউসিং কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। আট তলা থেকে হঠাৎই ছিঁড়ে পড়ে লিফটটি। তবে সজোরে মাটিতে আছড়ে পড়েনি লিফট, মাঝের একটি ফ্লোরে তারের মধ্যে আটকে যায় সেটি।
নয়ডা: আবাসনের লিফটে ভয়ঙ্কর বিপত্তি। আটতলা থেকে ছিঁড়ে পড়ল লিফট (Lift)। ওই সময়ে লিফটের ভিতরে ছিলেন ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা। আটতলা থেকে আছড়ে পড়ার পরই ওই বৃদ্ধার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে অনুমান, লিফটটি ছিঁড়ে পড়ার সময় আতঙ্কেই ওই বৃদ্ধার হৃদরোগ (Heart Attack) হয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ নয়ডার একটি হাউসিং কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। আট তলা থেকে হঠাৎই ছিঁড়ে পড়ে লিফটটি। তবে সজোরে মাটিতে আছড়ে পড়েনি লিফট, মাঝের একটি ফ্লোরে তারের মধ্যে আটকে যায় সেটি। ঘটনার সময় ওই বৃদ্ধা লিফটে একাই ছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান।
#WATCH | Uttar Pradesh: A woman died after a lift collapsed at a society in sector 137 in Noida
DCP (Central Noida) Anil Kumar Yadav says, “Information was received that a woman got injured after a lift collapsed in a society. Police reached the hospital and found that the woman… pic.twitter.com/kKF69Ctm0o
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 3, 2023
পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, নয়ডার সেক্টর ১৩৭-র পরশ টিয়েরা সোস্যাইটির একটি লিফটের তার ছিঁড়ে যাওয়ায় লিফটটি আটতলা থেকে পড়ে যায়। লিফটের ভিতরে থাকা বৃদ্ধা অজ্ঞান হয়ে যান। পরে ওই বৃদ্ধাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসা চলাকালীন বৃদ্ধার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই বৃদ্ধার মাথার পিছনে ও কনুইয়ে আঘাত ছিল। মনে করা হচ্ছে, লিফটটি ছিঁড়ে পড়ার সময়ই বৃদ্ধা চোট পান। এই ঘটনার পরই আবাসনের শতাধিক বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।