Locket Chatterjee: শুভেন্দুর ‘সুপ্রিম’ স্বস্তি, FIR-এর নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের
Locket Chatterjee: কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এফআইআর করার নির্দেশ দিয়েছিল।
কলকাতা: সুপ্রিম কোর্টে (Supreme Court) স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে এফআইআর করার যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। পঞ্চায়েত নির্বাচনের সময় শুভেন্দুর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর হয় তাঁর বিরুদ্ধে। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বাঁশুরি স্বরাজ। তবে সেই আর্জি খারিজ হয়ে যায়। আজ, শুক্রবার ছিল সেই মামলার শুনানি।
গত বছর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষাকবচ দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মোট ২৬টি এফআইআর-এর উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছিল, শুভেন্দুর বিরুদ্ধে কোনও নতুন এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে।
তবে পঞ্চায়েত ভোটের পরই চাপ বাড়ে বিরোধী দলনেতার উপর। একটি জনস্বার্থ মামলা করে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার অনুমতি চাওয়া হয় আদালতের কাছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই মামলা শোনে ও নির্দেশ দেয়, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে আদালতের অনুমতি লাগবে না। ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছিল, এফআইআরে নিষেধাজ্ঞার অর্থ কি ১০ বছর পর্যন্ত এফআইআর করা যাবে না।
সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনের দিন মোহনপুর থানার রামপুরা এলাকায় ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে প্ররোচণা দেওয়ার অভিযোগ ওঠে।