Divorce Case: ‘প্রেমের বিয়েতেই বিচ্ছেদ বেশি’, বিবাহ বিচ্ছেদের মামলায় ‘সুপ্রিম’ পর্যবেক্ষণ

Supreme Court of India: গতকাল সুপ্রিম কোর্টে একটি বিবাহ বিচ্ছেদের মামলায় বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ বিবাহ বিচ্ছেদের মামলায় মধ্যস্থতার প্রস্তাব দেয়। কিন্তু মামলাকারী স্বামী শীর্ষ আদালতের মধ্য়স্থতার প্রস্তাব গ্রহণ করতে রাজি হননি।

Divorce Case: 'প্রেমের বিয়েতেই বিচ্ছেদ বেশি', বিবাহ বিচ্ছেদের মামলায় 'সুপ্রিম' পর্যবেক্ষণ
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 3:44 PM

নয়া দিল্লি:  প্রেম করে বিয়েতেই (Love Marriage)  বিবাহ বিচ্ছেদ (Divorce) হচ্ছে বেশি। বুধবার এমনটাই পর্যবেক্ষণ রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে একটি বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি চলছিল। সেই মামলার শুনানিতেই বিচারপতি বিআর গাভাই যখন জানতে পারেন যে মামলাকারী দম্পতির প্রেমের বিয়ে, এরপরই তিনি এই পর্যবেক্ষণ রাখেন।

চলতি মাসের শুরুতেই বিবাহ বিচ্ছেদের জন্য প্রয়োজনীয় মেয়াদ সংক্রান্ত একটি রায়ে বলা হয়, কোনও বৈবাহিক সম্পর্ক যদি কোনওভাবেই মেরামত করা সম্ভব না হয়, সে ক্ষেত্রে আদালত বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বিবাহবিচ্ছেদকে দ্রুত কার্যকর করতে পারে।

গতকাল সুপ্রিম কোর্টে একটি বিবাহ বিচ্ছেদের মামলায় বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ বিবাহ বিচ্ছেদের মামলায় মধ্যস্থতার প্রস্তাব দেয়। কিন্তু মামলাকারী স্বামী শীর্ষ আদালতের মধ্য়স্থতার প্রস্তাব গ্রহণ করতে রাজি হননি। এরপরে বিচারপতি গাভাই বিবাহ বিচ্ছেদের আবেদনকারী ওই দম্পতির কাছে জানতে চান, তাঁদের প্রেমের বিয়ে কি না। মামলাকারী ওই যুগল সম্মতি জানাতেই বিচারপতি গাভাই বলেন, “অধিকাংশ বিবাহ বিচ্ছেদের মামলাই প্রেমের বিয়ে থেকে উঠে আসছে।”

পরে সম্প্রতিই শীর্ষ আদালতেরই দেওয়া একটি মামলার রায়কে নজর রেখে জানানো হয়, ব্যক্তির সম্মতি ছাড়াও আদালত বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করতে পারে।

উল্লেখ্য, ১ মে সুপ্রিম কোর্টে বিবাহ বিচ্ছেদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দেয়। শীর্ষ আদালতে বিচারপতি সঞ্জয় কিষান কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এএস ওকা, বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি জেকে মাহেশ্বরীর ৫ সদস্যের বেঞ্চের তরফে  জানানো হয়, যে বৈবাহিক সম্পর্ক পুনরুদ্ধার অসম্ভব, সেক্ষেত্রে আদালত বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বিবাহ বিচ্ছেদ দ্রুত কার্যকর করা যেতে পারে। শীর্ষ আদালতের তরফে এর ব্যাখ্যা দিয়ে বলা হয়, যদি কোনও বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় এবং তা কোনওভাবেই আর মেরামত করা সম্ভব না হয়, তাহলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে বিবাহ বিচ্ছেদ দ্রুত কার্যকর করা যেতে পারে। সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের জন্য ৬ মাসের যে ওয়েটিং পিরিয়ড থাকে, তা বাতিল করে দেওয়া হতে পারে।