Udhayanidhi Stalin: সনাতন বিতর্ক: উদয়নিধি স্ট্যালিনর বিরুদ্ধে পদক্ষেপ সুপ্রিম কোর্টের
Udhayanidhi Stalins 'Sanatan comment: 'সনাতন ধর্ম নির্মূল' করার মন্তব্যের জন্য, উদয়নিধির বিরুদ্ধে এফআইআর করার আবেদন করে একটি জনস্বার্থ মামলা করেছেন চেন্নাইয়ের এক আইনজীবী। তাঁর করা আবেদনের প্রেক্ষিতেই এই নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু প্রগতিশীল লেখক ও শিল্পী সমিতির এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে সনাতন ধর্মকে সামাজিক ন্যায়বিচারের বিরোধী বলে দাবি করেছিলেন উদয়নিধি স্টালিন।
নয়া দিল্লি: সনাতন ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর যুব কল্যাণ মন্ত্রী উদয়নিধি স্টালিনের বিরুদ্ধে পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার (২২ সেপ্টেম্বর), তাঁকে এবং রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, শীর্ষ আদালত উদয়নিধি স্টালিন, এ রাজা এবং আরও ১৪ জনকে সনাতন ধর্ম সম্পর্কে মন্তব্যের প্রেক্ষিতে নোটিশ পাঠিয়েছে। এই অন্য ১৪ জনের মধ্যে রাজ্য সরকার, সিবিআই এবং তামিলনাড়ু পুলিশও রয়েছে। ‘সনাতন ধর্ম নির্মূল’ করার মন্তব্যের জন্য, উদয়নিধির বিরুদ্ধে এফআইআর করার আবেদন করে একটি জনস্বার্থ মামলা করেছেন চেন্নাইয়ের এক আইনজীবী। তাঁর করা আবেদনের প্রেক্ষিতেই এই নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট।
এই আবেদনের প্রেক্ষিতে উদয়নিধির জবাব চেয়েছে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদি। আদালত জানিয়েছে, এই মামলাকে শীর্ষ আদালাতে ঝুলে থাকা হেট স্পিচের অন্যান্য মামলার সঙ্গে যুক্ত করা যাবে না। যে সম্মেলনে গিয়ে উদয়নিধি ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন, সেই সম্মেলনটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করার আবেদন করা হয়েছে। উদয়নিধির বিরুদ্ধে ফৌজদারি মামলারক করার অনুমতি চাওয়া হয়েছে। উদয়নিধির মন্তব্য ধর্মীয় আবেগে আঘাত করেছে।
তামিলনাড়ু প্রগতিশীল লেখক ও শিল্পী সমিতির এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে সনাতন ধর্মকে সামাজিক ন্যায়বিচারের বিরোধী বলে দাবি করেছিলেন উদয়নিধি স্টালিন। করোনাভাইরাস, ম্যালেরিয়া এবং ডেঙ্গির মতো রোগের সঙ্গে তুলনা করেছিলেন সনাতন ধর্মের। তিনি জানিয়েছিলেন, সনাতন ধর্মের শুধু বিরোধিতা করলেই চলবে না, একেবারে নির্মূল করতে হবে। পরে সোশ্যাল মিডিয়ায় উদয়নিধি আরও বলেন, “সনাতন ধর্ম, মানুষকে জাতি ও ধর্মের ভিত্তিতে বিভক্ত করে।” স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। খোদ প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদজের বলেছেন, এর উপযুক্ত জবাব দিতে হবে।
এই আক্রমণের মুখে পড়ে, ছেলের হয়ে ব্যাট ধরেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনও। এমকে স্টালিন দাবি করেন, সনাতন ধর্মের জাতিভেদ প্রথার বিরুদ্ধে, সামাজিক অসাম্যের বিরুদ্ধে মুখ খুলেছিলেন উদয়নিধি। দাবি করেন, উদয়নিধি সনাতন ধর্মকে নির্মূল করার কথা বলেননি, তিনি সনাতন ধর্মের কুপ্রথাগুলি নির্মূল করার কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী তা বুঝেও তাদের মদত দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
পরে উদয়নিধি সনাতন ধর্ম এবং দ্রাবিড়ম, অর্থাৎ, পেরিয়ার প্রচারিত দ্রাবিড় মতাদর্শের মধ্যে তুলনাও টানেন। তিনি বলেছেন, “সনাতন মহিলাদের জন্য কী করেছে? বিধবা মহিলাদের আগুনে ঠেলে দিয়েছে, বিধবাদের মাথা নেড়া করে, তাদের সাদা শাড়ি পরিয়েছে। বাল্যবিবাহও হয়েছে। অন্যদিকে, দ্রাবিড়ম কী করেছে? এটি মহিলাদের বিনামূল্যে বাসে ভ্রমণের সুযোগ দিয়েছে, মেয়েদের কলেজের শিক্ষার জন্য মাসে মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে।”