Supreme Court of India: ‘আদালতের এক্তিয়ারভুক্ত নয়’, অভিন্ন ব্যক্তিগত আইনের আবেদন মত সুপ্রিম কোর্টের
Supreme Court of India: বিবাহ বিচ্ছেদ, বিবাহ পরিচালনা ও ভরণপোষণের বিষয়ে একটি অভিন্ন আইন কার্যকর করার জন্য শীর্ষ আদালতে (Supreme Court of India) একাধিক জনস্বার্থ মামলা (PIL) জমা পড়েছিল। এর ভিত্তিতে গতকাল শুনানি ছিল সুপ্রিম কোর্টে।
নয়া দিল্লি: বিবাহ বিচ্ছেদ, বিবাহ পরিচালনা ও ভরণপোষণের বিষয়ে একটি অভিন্ন আইন কার্যকর করার জন্য শীর্ষ আদালতে (Supreme Court of India) একাধিক জনস্বার্থ মামলা (PIL) জমা পড়েছিল। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি নরসিংহ ও বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানির সময় এই মামলা আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়।
এই মামলার শুনানি চলাকালীন আবেদনগুলিতে উত্থাপিত বিষয় নিয়ে বর্ষীয়ান কপিল সিবল সওয়াল তোলেন। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের সামনে এই আবেদন করা যায়? এটা সরকারের বিষয় তারা কী সিদ্ধান্ত নিতে চান। তাহলে এর ভিত্তি কী?” এই মামলায় আবেদনকারীর হয়ে মামলা লড়ছেন বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্করানারায়নাণ। তিনি কপিল সিবলের বক্তব্যের প্রেক্ষিতে বলেন, “একাধিক আবেদন করা হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তৈরির কথা বলা হয়েছে। তার কীভাবে বিরোধিতা করা যেতে পারে? লিঙ্গ নিরপেক্ষ আইনের ক্ষেত্রে এই আবেদন যুক্তিসঙ্গত। একজন আবেদনকারী রয়েছেন যিনি মুসলিম মহিলা। তিনি বলেছেন, আমি চাই আমার আইন লিঙ্গ নিরপেক্ষ হোক।”
সব পক্ষ শুনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, “এই বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে। আমরা কী করতে পারি এই নিয়ে?” এই বিষয়ে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “নীতিগতভাবে লিঙ্গ নিরপেক্ষ ও অভিন্ন আইনের বিষয়ে কোনও আপত্তি থাকতে পারে না। তবে আইনের দিক থেকে কী করা সম্ভব তা নির্ধারণের দায়িত্ব বিচারপতির।” শেষে বেঞ্চের তরফে জানানো হয়েছে, আবেদনগুলির ভিত্তিতে আদালতে শুনানি হবে চার সপ্তাহ পরে। উল্লেখ্য, ছয়টি জনস্বার্থ মামলার ভিত্তিতে এদিন আদালতে শুনানি হচ্ছিল। এর মধ্যে চারটিই আইনজীবী অশ্বিণী উপাধ্য়ায় ফাইল করেছেন।