Ajit Pawar: লোকসভায় এবার হতে পারে ননদ-বৌদির লড়াই! পাওয়ার পরিবারের নয়া সমীকরণ?
Ajit pawar: বারামতী কেন্দ্রে পরপর তিনবার প্রার্থী হয়েছেন সুপ্রিয়া সুলে। ২০০৯ সাল থেকে ওই কেন্দ্রে লড়ছেন সুপ্রিয়া। এবার পরিস্থিতি বদলেছে। ২০২৩ সালে এনসিপি ছেড়ে বেরিয়ে গিয়েছেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। শিব সেনার সঙ্গে হাত মিলিয়ে যোগ দেন সরকারে।
মুম্বই: লোকসভা নির্বাচনে এবার বৌদি-ননদের লড়াই! পাওয়ার পরিবারের অন্দরেই এবার প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। মহারাষ্ট্রের বারামতী বরাবরই পাওয়ার পরিবারের শক্ত ঘাঁটি। আসন্ন ভোটে সেই কেন্দ্রে মুখোমুখি হতে পারেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা ও অজিত পাওয়ারের তুতো বোন সুপ্রিয়া সুলে। অজিত পাওয়ার নাম না করলেও ইঙ্গিত দিয়েছেন, বারামতীতে সুপ্রিয়া সুলের বিরুদ্ধে লড়তে পারেন এমন একজন, যিনি আগে কখনও ভোটে লড়েননি।
বারামতী কেন্দ্রে পরপর তিনবার প্রার্থী হয়েছেন সুপ্রিয়া সুলে। ২০০৯ সাল থেকে ওই কেন্দ্রে লড়ছেন সুপ্রিয়া। এবার পরিস্থিতি বদলেছে। ২০২৩ সালে এনসিপি ছেড়ে বেরিয়ে গিয়েছেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। শিব সেনার সঙ্গে হাত মিলিয়ে যোগ দেন সরকারে। বিধায়কদের সমর্থনের জোরে নিজেদের আসল এনসিপি বলে প্রমাণও করেন তিনি। এবার তাই এনসিপি আর শরদের নতুন দল ‘ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-শরদচন্দ্র পাওয়ার’ একে অপরের প্রতিদ্বন্দ্বী।
অজিত পাওয়ার প্রার্থী প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, আমরা এমন একজনকে প্রার্থী করতে চাই যিনি কখনও ভোটে লড়েননি। কিন্তু অভিজ্ঞ লোকজনের সমর্থন রয়েছে তাঁর প্রতি।
গত বছরের জুলাই মাসে পাওয়ার পরিবারে ভাঙন ধরে। আট বিধায়ককে সঙ্গে নিয়ে একনাথ শিন্ডের হাত ধরেন অজিত পাওয়ার। চলতি মাসের শুরুতে নির্বাচন কমিশন আসল এনসিপি বলে চিহ্নিত করে শরদ পাওয়ারের দলকে।