৪৮ ঘণ্টায় মৃত্যু হল ১৬ জনের, বিষ মদ নাকি অন্য রহস্য?

মৃতের অনেকের পরিবারই দাবি করেছে যে মৃতরা মদ খাননি।

৪৮ ঘণ্টায় মৃত্যু হল ১৬ জনের, বিষ মদ নাকি অন্য রহস্য?
প্রতীকি ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2021 | 9:51 PM

পাটনা: পরপর ১৬ জনের মৃত্যুর খবরে চাঞ্চল্য বিহারের চম্পারণে। গত কয়েকদিনে এলাকায় পরপর মৃত্যু। ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। বিষ মদ খেয়েই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু মৃতদের মধ্যে আট জনের পরিবার দাবি করেছে, মদই খাননি মৃতরা।

এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। চম্পারণের জেলাশাসক কুন্দন কুমার জানিয়েছেন, গত দু’-তিন দিনে প্রায় আট জন রহস্যজনক ভাবে মারা গিয়েছেন। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও মৃতদের শেষকৃত্য হয়ে যাওয়ায় এই মুহূর্তে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। আমরা মেডিক্যাল দল নিয়োগ করেছি। আর কারও শরীরে কোনও উপসর্গ দেখা যাচ্ছে কি না সে দিকে নজর রাখা হচ্ছে।

চম্পারণের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল লালন মোহন প্রসাদ জানিয়েছেন, প্রায় ৪০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁদের মধ্যে মৃতদের পরিবারের সদস্যরাও রয়েছেন। মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন সবাই। যদিও হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি জানিয়েছেন, যে তিনি মদ খেয়েছিলেন।

গত পাঁচ বছর ধরে বিহারে মদ বিক্রি বন্ধ। তার পরেও এই ধরনের ঘটনা সামনে আসায় দু’জন চৌকিদারকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। আরও পড়ুন: চার্জশিটে ‘টাইপো’, বেকসুর খালাস হয়ে যাচ্ছিল ধর্ষক