Tamil Nadu: ISRO-র রকেটের গায়ে চিনের পতাকা, সামনে মোদীর ছবি! চরম বিতর্কে DMK

PM Modi slams DMK: ফের বিতর্কে ডিএমকে। এবার ইসরোর রকেটের উপর চিনের পতাকার ছবি। এই ছবিওয়ালা পোস্টারের জেরেই বিতর্কে ডিএমকে। এই পোস্টারের প্রেক্ষিতে তামিল ভূমে দাঁড়িয়েই ডিএমকে-কে তীব্র আক্রমণ মোদীর।

Tamil Nadu: ISRO-র রকেটের গায়ে চিনের পতাকা, সামনে মোদীর ছবি! চরম বিতর্কে DMK
ইসরোর পোস্টারে চিনের পতাকা, ডিএমকে-কে তীব্র আক্রমণ মোদীর Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Feb 28, 2024 | 3:05 PM

তামিলনাড়ু: নয়া বিতর্কে তামিলনাড়ুর ডিএমকে সরকার। বুধবারই (২৮ ফেব্রুয়ারি), থুদুকুড়ি জেলার কুলশেখরপট্টিনম শহরে ইসরোর নয়া রকেট উৎক্ষেপণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই রকেট উৎক্ষেপণ কেন্দ্রর বিজ্ঞাপনী পোস্টারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছবির সঙ্গে, চিনের পতাকা ব্যবহার করেছে ডিএমকে। একটি রকেটের উপর চিনের জাতীয় পতাকার ছবি ছাপা হয়েছে। এই পোস্টার নিয়ে এদিন ডিএমকে-কে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তামিলভুমে দাঁড়িয়েই এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “সকলেই জানে, ডিএমকে আমাদের সকল প্রকল্প নিজেদের প্রকল্প বলে চালায়। আমাদের প্রকল্পের বিজ্ঞাপনের উপর নিজেদের স্টিকার মেরে দেয়। কিন্তু, এবার তারা লজ্জা-শরমের সব সীমা ছাড়িয়ে গিয়েছে। তামিলনাড়ুতে ইসরোর লঞ্চপ্যাডের কৃতিত্ব নেওয়ার জন্য তারা চিনের পতাকা লাগিয়ে দিয়েছে। ডিএমকের নেতারা অন্ধ হয়ে গিয়েছেন। ভারতের অগ্রগতি তারা দেখতে পাচ্ছে না। মহাকাশ ক্ষেত্রে ভারতের যে অগ্রগতি, তা তারা দেখতে পাচ্ছে না। আপনাদের করের টাকায়, তামিলনাড়ুর করের টাকায় তারা বিজ্ঞাপন দিচ্ছে। সেখানে ভারতের মহাকাশযানের ছবি রাখছে না। ভারতের মহাকাশ গবেষণার সাফল্য তারা বিশ্বকে দেখাতে চায় না।” প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, এই পোস্টার ছেপে ডিএমকে সরকার বিজ্ঞানীদের অপমান করেছে। ইসরোর অপমান করেছে এবং মহাকাশ কেন্দ্রের অপমান করেছে। করদাতাদের অর্থের অপমান করেছে। এই প্রেক্ষিতে ডিএমকে শাস্তি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শুধু প্রধানমন্ত্রী নন, তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাইও চিনের পতাকাওয়ালা মহাকাশ রকেটের ছবি দেওয়া বিজ্ঞাপনের প্রেক্ষিতে আক্রমণ করেছেন ডিএমকে সরকারকে। রাজ্যের শাসক দলের নিন্দা করে আন্নামালাই জানিয়েছেন, এই বিজ্ঞাপনটি ডিএমকে মন্ত্রী থিরু অনিতা রাধাকৃষ্ণনের তামিল দৈনিকে প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞাপন ডিএমকের ‘চিনের প্রতি আনুগত্য এবং ভারতের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞার বহিঃপ্রকাশ’ বলে দাবি করেছেন তিনি। তিনি আরও জানান, ৬০ বছর আগে ইসরো তাদের প্রথম লঞ্চ প্যাড তামিলনাড়িতেই করতে চেয়েছিল। কিন্তু, ইসরোর সঙ্গে আলোচনার জন্য দায়িত্বপ্রাপ্ত ডিএমকে মন্ত্রী মদ্যপ অবস্থায় বৈঠকে যোগ দেন। যার ফলে, লঞ্চপ্যাডটি তচৈরি হয়েছিল অন্ধ্র প্রদেশে। আন্নামালাইয়ের দাবি, অতীতের সেই ভুল ঢাকতেই যেনতেন প্রকারে ইসরোর নয়া লঞ্চপ্যাড তৈরির কৃতিত্ব নিতে চাইছে ডিএমকে সরকার।

গত বছরের অগস্টেই, সংসদে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছিলেন, ছোট উপগ্রহ উৎক্ষেপণের জন্য কুলশেখরপট্টিনমে ইসরোকে এই নতুন মহাকাশ বন্দর স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এই নয়া মগাকাশ বন্দর থেকে বাণিজ্যিক ভিত্তিতে ছোট ছোট উপগ্রহ উৎক্ষেপণ করা হবে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ করতে বেশি খরচ হয়। সেই সমস্যা সমাধান করবে এই নয়া মহাকাশ বন্দর।