Modi in Yavatmal: মোদীর সভায় চেয়ারে থেকেই প্রচার রাহুল গান্ধীর! অবাক-দৃশ্যের সাক্ষী যবতমল

Modi in Yavatmal: যবতমলে নরেন্দ্র মোদীর বিশাল সভা। সভা উপলক্ষ্যে আনা হয়এছে ২ লক্ষ চেয়ার। এর মধ্যে অনেক চেয়ারেই রয়েছে রাহুল গান্ধীর ছবি। সঙ্গে রয়েছে কুইক রেসপন্স কোড। যা স্ক্যান করে কংগ্রেসকে অনুদান দেওয়া যাবে। বিদর্ভের ১০টি লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের লক্ষ্যেই এই সভা করছেন মোদী। তবে, সভার চেয়ার থেকে না চাইতেই প্রচার হবে রাহুল গান্ধীরও।

Modi in Yavatmal: মোদীর সভায় চেয়ারে থেকেই প্রচার রাহুল গান্ধীর! অবাক-দৃশ্যের সাক্ষী যবতমল
মোদীর সভায় চেয়ারে রাহুলImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 28, 2024 | 4:14 PM

মুম্বই: বুধবার (২৮ ফেব্রুয়ারি), মহারাষ্ট্রের যবতমলের ভরি এলাকায় এক বিশাল জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় বিজেপি সূত্রে দাবি, দুই লক্ষেরও বেশি মহিলা এই সভায় যোগ দেবেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মিলিত হবেন প্রধানমন্ত্রী। এই উদ্দেশ্যে, এক বিশাল সভাস্থলের তৈরি করা হয়েছে যবতমলে। এই সভা থেকেই বিদর্ভ এলাকার ১০টি লোকসভা কেন্দ্রের প্রচার করবেন প্রধানমন্ত্রী, এমনটাই মনে করা হচ্ছে। সভার আয়োজনে কোনও ত্রুটি নেই। কিন্তু, মোদীর সভায় জোর চর্চা চলছে রাহুল গান্ধীকে নিয়ে। আসলে, না চাইতেই মোদীর সভায় চেয়ারে দেখা যাবে রাহুল গান্ধীকে! বিষয়টা কী? আসুন জেনে নেওয়া যাক –

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভায় উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং দুই উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ও অজিত পওয়ার। মন্ত্রিসভার আরও বেশ কয়েকজন সদস্যর এই সভায় উপস্থিত থাকার কথা। ২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচনের আগেও, যবতমলে বড় সভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ২০২৪ লোকসভা নির্বাচনের আগেও সেই যবতমলেই সবা করতে আসছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর সভার জন্য ৯ লক্ষ ১০ হাজার বর্গফুট আয়তনের একটি সভাস্থল স্থাপন করা হয়েছে। ওই জায়গায় প্রায় দুই লক্ষ চেয়ার রাখা হয়েছে। এর মধ্যে কয়েকটি চেয়ারে রয়েছে রাহুল গান্ধীর স্টিকার। রাহুল গান্ধীর ছবির পাশে আবার একটা কুইক রেসপন্স কোডও রয়েছে, যে কো স্ক্যান করে কংগ্রেসকে তহবিল প্রদান করা যাবে। আর মোদীর সভায় রাহুল গান্ধীর এই উপস্থিতির কারণে, এই সভা আরও রঙিন হয়ে উঠেছে।

মোদীর সভায় অনেক চেয়ারেই রাহুল গান্ধীর ছবি

সূত্রের খবর, এর আগে নাগপুরে কংগ্রেসের এক সভা ছিল। রাহুল গান্ধীর স্টিকার লাগানো চেয়ারগুলি সেই সভায় ব্যবহার করা হয়েছিল। নাগপুরে কংগ্রেসের সভায় যে ঠিকাদার সংস্থা চেয়ার সরবরাহ করেছিল, সেই একই সংস্থাকে মোদীর সভায় চেয়ার সরবরাহের বরাত দেওয়া হয়েছে। ঠিকাদার সংস্থাটি নাগপুরের সভায় ব্যবহৃত চেয়ারগুলিও যবতমলে নিয়ে এসেছে। চেয়ারগুলি আনার আগে, চেয়ারগুলির উপরে রাহুল গান্ধীর ছবির যে স্টিকারগুলি লাগানো ছিল, তা সরান হয়নি। আর এই কারণেই মোদীর সভায় চেয়ারে থাকছেন রাহুলও।

যবতমলের সভা থেকে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএম কিষাণ প্রকল্পের মতো বেশ কিছু সরকারি প্রকল্পের সুবিধা বন্টন করবেন। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতিসৌধের উদ্বোধনও করবেন। তবে, মূল লক্ষ্য বিদর্ভের ১০ লোকসভা কেন্দ্রের জন্য নির্বাচনী প্রচার। মোদীর সভার আগে, ওই স্টিকারগুলি কি সরান হবে? নাকি, চেয়ারের স্টিকারে উপস্থিতির মাধ্যমে, সভা থেকে নিজের প্রচার চালাবেন রাহুল গান্ধীও?