Chandrababu Naidu: চন্দ্রবাবু নাইডুর জামিন মঞ্জুর, কোন প্রেক্ষাপটে ছাড়া পাচ্ছেন টিডিপি নেতা?

Chandrababu Naidu bail: সম্প্রতি জেলে নিরাপত্তা বাড়ানোর আবেদন করেন চন্দ্রবাবু নাইডু। যদিও তাঁর সেই আবেদনে এখনও সাড়া দেয়নি আদালত। আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনের আগে চন্দ্রবাবু নাইডুর অন্তর্বর্তী জামিন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Chandrababu Naidu: চন্দ্রবাবু নাইডুর জামিন মঞ্জুর, কোন প্রেক্ষাপটে ছাড়া পাচ্ছেন টিডিপি নেতা?
টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। ফাইল ছবি।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 1:18 PM

হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা TDP নেতা এন. চন্দ্রবাবু নাইডুর জামিন হল অবশেষে। মঙ্গলবার সকালে চন্দ্রবাবু নাইডুর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে অন্ধ্র প্রদেশ হাইকোর্ট। তবে মামলার অগ্রগতির প্রেক্ষিতে নয়, মেডিক্যাল গ্রাউন্ডেই টিডিপি নেতার (Chandrababu Naidu) জামিন মঞ্জুর করেছে আদালত।

আদালত সূত্রে জানা গিয়েছে, চন্দ্রবাবু নাইডু চোখে অস্ত্রোপচার (ক্যাটাব়্যাক্ট সার্জারি) করার জন্য আদালতে জামিনের আবেদন জানিয়েছেন। মেডিক্যাল গ্রাউন্ডে তাঁর সেই আবেদন মঞ্জুর করল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। ৪ সপ্তাহের জন্য চন্দ্রবাবু নাইডুকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। সম্ভবত, এদিন সন্ধ্যাতেই তিনি জেল থেকে মুক্তি পাবেন। অন্যদিকে, নাইডুর সাধারণ জামিনের আবেদন আগামী ১০ নভেম্বর করা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যের কারিগরী দক্ষতা উন্নয়ন কর্পোরেশনের ৩৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গত মাসে গ্রেফতার হন চন্দ্রবাবু নাইডু। এই দুর্নীতিতে চন্দ্রবাবুর প্রত্যক্ষ যোগ রয়েছে বলে অভিযোগ। গ্রেফতারির পর থেকেই তিনি রাজামুন্দ্রি সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন। যদিও নাইডুকে গ্রেফতারি রাজ্যের বর্তমান শাসকদল, ওয়াইএসআর কংগ্রেস ও মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির চক্রান্ত বলে অভিযোগ টিডিপি-র। সম্প্রতি জেলে নিরাপত্তা বাড়ানোর আবেদন করেন নাইডু। যদিও তাঁর সেই আবেদনে এখনও সাড়া দেয়নি আদালত। আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনের আগে চন্দ্রবাবু নাইডুর অন্তর্বর্তী জামিন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।