Teacher Special Train: শিক্ষকদের জন্য স্পেশাল ট্রেন, প্রথমবার এই বড় উদ্যোগ ভারতীয় রেলের
Indian Railway: ছুটির দিনে শিক্ষকরা যাতে স্বাচ্ছন্দ্যে বাড়িতে পৌঁছতে পারেন সেজন্য বিশেষ ট্রেন চালানোর দাবি জানিয়েছিলেন একদল শিক্ষক। সেই দাবি মাথায় রেখেই এবার এই পদক্ষেপ করেছে রেল। স্কুলগুলি আবার খুলবে আগামী ১৫ জুন থেকে।
মুম্বই: বিভিন্ন সময়ে বিশেষ কিছু কারণে স্পেশাল ট্রেন চালানো হয়। বিশেষত উৎসব-অনুষ্ঠানের জন্য স্পেশাল ট্রেন চালানোর নজির রয়েছে অনেক। তবে শিক্ষকদের জন্য ট্রেন চালানোর কথা শোনা যায়নি কখনও। এবার কার্যত নজির গড়ল ভারতীয় রেল।
এবার শিক্ষকদের জন্য একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই ট্রেনে যাতায়াতের বিশেষ সুবিধা পাবেন শিক্ষক-শিক্ষিকারা। রেলের এই সিদ্ধান্তে মহারাষ্ট্রের মুম্বই এবং উত্তর প্রদেশের গোরখপুরের মধ্যে শিক্ষকদের ট্রেন যাত্রা সহজ হবে। সেন্ট্রাল রেলের অধীনে চলা এই ট্রেনে, বার্থ বরাদ্দ করার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি আসন খালি থাকে তাহলে সাধারণ মানুষও সিট সংরক্ষণ করতে সক্ষম হবেন।
সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথমবার এই রুটে কেন্দ্রীয় রেলের তরফে একটি শিক্ষক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। আইডি কার্ড দেখালে, এই ট্রেনে বার্থ বরাদ্দের ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
রেলের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ কুমার সিং-এর মতে, ০১১০১ দাদার-গোরখপুর টিচার্স স্পেশাল চলতি বছরের ২ মে থেকে চলবে এবং ০১১০১২ স্পেশাল ট্রেন ১০ জুন গোরখপুর থেকে চলবে।
আসলে, মহারাষ্ট্রে পূর্বাঞ্চলে বিপুল সংখ্যক মানুষ শিক্ষক হিসাবে কাজ করে। মে মাসে ছুটি শুরু হলে তাঁরা বাড়ি ফেরেন। সাধারণত তাঁরা ট্রেনে চেপেই বাড়ি ফেরেন। কিন্তু ভিড়ের কারণে টিকিটের জন্য লড়াই হয় এবং সেই কারণে তাঁরা সিট পেতে পারেন না।
ছুটির দিনে শিক্ষকরা যাতে স্বাচ্ছন্দ্যে বাড়িতে পৌঁছতে পারেন সেজন্য বিশেষ ট্রেন চালানোর দাবি জানিয়েছিলেন একদল শিক্ষক। সেই দাবি মাথায় রেখেই এবার এই পদক্ষেপ করেছে রেল। স্কুলগুলি আবার খুলবে আগামী ১৫ জুন থেকে।